সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ফেব্রুয়ারিতে হায়দরাবাদে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল পথকুকুরের (Stray Dogs) হামলায়। শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক কামড় বসায় কুকুরগুলি। তাতেই মৃত্যু হয় শিশুর। এবার প্রায় একই ধরনের ঘটনা এবার উত্তরের রাজ্য ছত্তিশগড়ে (Chhattisgarh)। শুক্রবার ছত্তিশগড়ের কোরিয়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে কুকুরের হামলায়। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ।
একদল হিংস্র কুকুরের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ বছরের শিশুকন্যা সুকান্তীর। ঘটনাটি কোরিয়া এলাকার বৈকুণ্ঠপুরের মার্গদর্শন স্কুলে রোডের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরিয়েছিল শিশুটি। তখনই হামলা চালায় একদল কুকুর। সারমেয়র কামড়ে শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়। বৈকুণ্ঠপুর থানার আধিকারিক অশ্বিনী সিং বলেন, “খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছাই আমরা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কুকুরে হামলাতেই মৃত্যু হয়েছে শিশুটির। মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে।”
[আরও পড়ুন: ব্যবহৃত হয় সেলফোন থেকে এয়ারক্র্যাফট নির্মাণে, এবার দেশেই মিলল ১৫ ধরনের দুর্লভ খনিজের সন্ধান]
এর আগে ফেব্রুয়ারির ঘটনাটি হায়দরাবাদের অম্বরপেটের। শিশুটির বাবা গঙ্গাধর অম্বরপেটের একটি আবাসনে নিরাপত্তারক্ষী। তিনি কর্মস্থলে নিয়ে আসেন ছেলেকে। আবাসনের সামনের রাস্তায় হাঁটছিল শিশুটি। তাকে দেখে তিনটি কুকুর ছুটে আসে। একটি কুকুর শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে। শেষমেশ কুকুরের হামলায় মৃত্যু হয় তার।