shono
Advertisement

Breaking News

আমেরিকার পিটসবার্গে ১১ ইহুদিকে গুলি করে খুন, মৃত্যুদণ্ডের সাজা অপরাধীকে

মার্কিন ইতিহাসে ইহুদিদের উপরে হামলার সবচেয়ে ভয়ংকর ঘটনা এটাই।
Posted: 02:19 PM Aug 03, 2023Updated: 02:19 PM Aug 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার পেনসিলভ্যানিয়ার পিটসবার্গে (Pittsburgh) ইহুদিদের উপাসনালয় সিনাগগে ১১ জন ইহুদিদের গুলি করে মারার ঘটনায় শিউরে উঠেছিল বিশ্ব। এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত রবার্ট বাওয়ার্সকে মৃত্যুদণ্ড দিল মার্কিন ফেডেরাল জুরি। মার্কিন ইতিহাসে ইহুদিদের উপরে হামলার সবচেয়ে ভয়ংকর ঘটনা এটাই।

Advertisement

২০১৮ সালে পিটসবার্গে সিনাগগে ঢুকে পড়ে ৫০ বছরের বাওয়ার্স। তারপর গুলি চালাতে থাকে। ১১ জন উপসনাকারীর মৃত্যু হয় সেই ঘটনায়। এখানেই শেষ নয়। গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া পুলিশ অফিসার-সহ আরও ৭ জন মারা যায় পেশায় ওই ট্রাক চালকের গুলিতে।

[আরও পড়ুন: লক্ষ্য আত্মনির্ভর হওয়া, ল্যাপটপ-কম্পিউটার আমদানিতে রাশ টানছে মোদি সরকার!]

পুলিশ তদন্ত করতে নেমে জানতে পারে, বরাবরের ইহুদি বিদ্বেষী বাওয়ার্স। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তদন্তকারীরা অবাক হয়ে গিয়েছিলেন তার অনুতাপহীন হাবভাব দেখে। সেই সঙ্গে তাকে রীতিমতো ক্ষোভও প্রকাশ করতে দেখা গিয়েছিল, যে কেন সে আরও মানুষকে হত্যা করতে পারেনি। অবশেষে তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল। আর তার মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করার সময় প্রসিকিউটররা তার এহেন আচরণের কথা তুলে ধরেন। বিদ্বেষমূলক অপরাধে ৬৩টি বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে বাওয়ার্স।

[আরও পড়ুন: অনাস্থা বিতর্কে ‘পঞ্চায়েত সন্ত্রাস’কে হাতিয়ার করবে বিজেপি! বক্তা তালিকায় দিলীপ-লকেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement