সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের দৈনিক সংক্রমণ কমলেও লাফিয়ে বাড়ল করোনা (Corona Virus) সংক্রমণের হার। তৃতীয় ঢেউর চোখ রাঙানির মাঝে সংক্রমণের হারবৃদ্ধি নতুন করে আতঙ্ক বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে স্বস্তি দিয়ে দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক কোভিডজয়ীর সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। কমেছে মৃত্যুও। স্বস্তি দিয়ে এদিন মৃত্যুশূন্য কলকাতা।
সোমবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। একই সময় মৃত্যু হয়েছে ১১ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭১৯ জন। রাজ্যে পেড়েছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও। রবিবার এই হার ছিল ১.৪৫ শতাংশ। আজ তা বেড়ে হল ১.৮৫ শতাংশ। তাৎপর্যপূর্ণভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩০ হাজার ১৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
[আরও পড়ুন: মাদলের তালে নাচ মুখ্যমন্ত্রীর, বাজালেন ধামসাও, বিশ্ব আদিবাসী দিবসে ভিন্ন রূপে Mamata]
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। একদিনে করোনা আক্রান্ত ৭৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং (৫৭)। তৃতীয় স্থানে রয়েছে নদীয়া (৪৯)। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতা (৩৭) নেমে এসেছে পঞ্চম স্থানে। সবমিলিয়ে এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৫ হাজার ৮০৮ জন। ফলে রাজ্যের সুস্থতার হার বেড়ে হল ৯৮.১৪ শতাংশ।
এদিকে রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক মৃত্যুর সাক্ষী থেকেছে উত্তর ২৪ পরগনা (৪)। দ্বিতীয়স্থানে রয়েছে নদীয়া ও পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে জলপাইগুড়ি, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে একজনর মৃত্যু হয়েছে। যার জেরে এ রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৮ হাজার ২৪০ জন।