সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ তুষারঝড় বম্ব সাইক্লোনে (Bomb Cyclone) মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২৩ ডিসেম্বর এই ঝড় আছড়ে পড়ে আমেরিকায় (USA)। ইতিমধ্যেই ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, সংখ্যাটা বাড়বে বলেই অনুমান স্থানীয় পুলিশের। তাঁদের মতে, ঝড়ের পর আমেরিকার অধিকাংশ এলাকায় যুদ্ধ ক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে পরিবেশবিদদের আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নের জেরে এহেন তুষার ঝড় বারবার আছড়ে পড়তে পারে।
বড়দিনের আগেই তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে আমেরিকা ও কানাডার বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকদিন কেটে গেলেও বরফের নীচে রয়েছে একাধিক অঞ্চল। সেদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো গিয়েছে, প্রায় চার ফুট বরফ জমে রয়েছে বাফেলো বিমানবন্দর এলাকায়। সেই সঙ্গে প্রতিদিন তুষারপাতের ফলে ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি বেড়ে যাচ্ছে জমে থাকা বরফের পরিমাণ। বাফেলোর গভর্নর কেথি হোচুল বলেছেন, “পুরো এলাকা এখন যুদ্ধ ক্ষেত্রের মতো হয়ে গিয়েছে।”
[আরও পড়ুন: মা-বোনের পড়াশোনার অধিকার কেড়েছে তালিবান, প্রতিবাদে নিজের ডিগ্রি ছিঁড়লেন আফগান অধ্যাপক]
ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১৮ লক্ষ মার্কিন নাগরিক। প্রায় দেড় লক্ষ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শোচনীয় অবস্থা আমেরিকার প্রতিবেশী কানাডাতেও। এক লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। ঝড়ের পরে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও তুষারপাত হয়েছে আমেরিকায়। হিমাঙ্কের ৪৩ ডিগ্রি নীচে নামতে পারে দেশের তাপমাত্রা, এমনটাই অনুমান স্থানীয় আবহবিদদের।
এহেন পরিস্থিতিতে ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের অনুমানও। জানা গিয়েছে, মেরু বলয়ের শীতল বাতাসের সঙ্গে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ হাওয়া মিলে গিয়েই বম্ব সাইক্লোনের মতো ঝড় তৈরি হয়। ক্রমাগত বিশ্ব উষ্ণায়নের ফলে এই দুই ধরনের বাতাস মিলে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়। ২০১৯ সালেও একইরকমের বম্ব সাইক্লোন তৈরি হয়েছিল, যদিও তার তীব্রতা খুব বেশি ছিল না। কিন্তু আগামী দিনে একাধিক বম্ব সাইক্লোন তৈরি হবে, এবং তার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের।