সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানায় (Telangana) কাচের কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হল। আহত ১৫। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ কারখানার একটি গ্যাস কম্প্রেসর ফেটে যায়। তাতেই ঘটে যায় দুর্ঘটনা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, রাজ্যের শাদনগরের একটি কাচের কারখানা আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণে। শুক্রবার বিকেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জেলাশাসককে নির্দেশ দেন দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করার এবং তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই জেলাশাসক। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছন প্রাক্তন বিআরএস নেতা কে টি রামা রাও। তিনি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। সেই সঙ্গেই আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন।
[আরও পড়ুন: ‘ষড়যন্ত্র করে ৫ মাস আটকে রেখেছিল’, জেল থেকে বেরিয়েই তোপ হেমন্তের]
প্রসঙ্গত, তেলেঙ্গানায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল গত এপ্রিলেও। একটি রাসায়নিক কারখানায় বিরাট বিস্ফোরণ ঘটে চারজনের মৃত্যু হয়। আহত হন ১৬ জন। ঘটনার দিন বিকেলে একটি কেমিক্যাল রিঅ্যাক্টরে বিস্ফোরণ ঘটেই ওই দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলে ২০ জনের প্রত্যেকেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন।