সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে (Mumbai-Nagpur Expressway)। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন ৪ জন। হঠাৎই রাস্তার ভুল দিকে চলে আসে একটি গাড়ি। তাতেই উলটো দিক থেকে ছুটে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুম্বই (Mumbai) শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার সমরুদ্ধি মহামার্গ এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত এগারোটা নাগাদ কাড়ওয়াঞ্চি গ্রামের কাছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা তীব্র গতিতে সুইফ ডিজায়ার গাড়িটি ট্রাফিক আইন ভেঙে ভুল দিকে চলে আসে। এর পরেই মুখোমুখি সংঘর্ষ হয় এরটিগা গাড়িটির সঙ্গে। সংঘর্ষের তীব্রতায় শূন্য উঠে যায় এরটিগা। আছড়ে পড়ে পথের পার্শ্ববর্তী ব্যারিকেডে। রাস্তায় এদিকে ওদিকে ছিটকে পড়েন ভিতরে থাকা যাত্রীরা।
[আরও পড়ুন: প্রশ্ন ফাঁস বিতর্কের মাঝেই কোটায় ফের ছাত্র-আত্মহত্যা! নিট পরীক্ষার্থী? বাড়ছে চাঞ্চল্য]
ভয়ংকর দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরানো হয়েছে।