সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে দুপুর থেকেই জেলায় জেলায় চলছে প্রবল বৃষ্টি। সঙ্গী বজ্রপাত। বৃষ্টি ও বজ্রপাতেই পূর্ব মেদিনীপুর, রানাঘাট ও পুরুলিয়া মৃত্যু হল মোট ৫ জনের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। মঙ্গলবার ও বুধবার রাজ্যের ১৬ জেলায় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বর্ষণে যাতে কলকাতা জলবন্দি না হয় তাই পুরসভাকেও সতর্ক থাকতে বলা হয়েছিল।
[আরও পড়ুন: বন্দুকবাজকে হারিয়ে বাঁচান পড়ুয়াদের, সেই DSP-কেই ‘পুতুল’ বলে ধমক NCW’র চেয়ারপার্সনের]
পূর্বাভাস সত্যি করে দুপুর থেকেই এদিন রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। তাতেই মৃত্যু হল একাধিকজনের। এদিন
বজ্রাঘাতে হলদিয়ার বড়বাড়ি গ্রামের পিন্টু বেরা (৫৫) ও সমরেশ বেরা (৫০) নামের ২ জনের মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে সুতাহাটার কসবেড়্যা গ্রামের মামণি মালী (৪২) নামে ১ মহিলার। মৃতদের মধ্যে হলদিয়ার ২ জন পেশায় চাষি বলেই খবর। মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁদের। পুরুলিয়ায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আহত এক। রানাঘাটেও বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। মৃত মহিলার নাম অপর্ণা বিশ্বাস। এদিন চাষের কাজ করছিলেন ওই মহিলা। আকাশের অবস্থা বেগতিক দেখে ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। দুই সঙ্গী সামনে হাটছিলেন। হঠাৎই বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। এরপরে স্থানীয়রা মহিলাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।