সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও ভয়ংকর পরিস্থিতি উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। প্রবল বর্ষণে ধসে বিধ্বস্ত দুই রাজ্যের একাধিক এলাকা। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬। আহত বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে দেহ উদ্ধারের কাজ। ধসের জেরে বন্ধ বহু রাস্তা।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, গত ১৩ আগস্ট থেকে টানা বৃষ্টিতে জেরবার রাজ্য। এখনও পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৬০ জন। মঙ্গলবার তিনটি দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। যার মধ্যে একটি সিমলার এক মন্দিরের নিচে চাপা পড়েছিল। ওই মন্দিরের নিচে এখনও ১০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বাকি দুটি দেহ উদ্ধার হয়েছে ধসের স্তূপ থেকে। সিমলার কৃষ্ণনগর এলাকায় বৃষ্টির তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি।
[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় জারি ধরপাকড়, আটক আরও ৬]
আজ বুধবার পর্যন্ত সেখানকার সমস্ত স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনও আবহাওয়ার কোনও বদলের সম্ভাবনা নেই। একইরম বৃষ্টি চলবে। হিমাচল সরকার জানিয়েছে, যত দ্রুত সম্ভব ঘরে ঘরে বিদ্যুৎ ফেরানো হবে। পানীয় জল সরবরাহও স্বাভাবিক করার চেষ্টা চলছে।
অন্যদিকে উত্তরাখণ্ডের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। আগামী চারদিন চলবে টানা বৃষ্টি বলে জানিয়েছেন আবহবিদরা। সোমবার প্রবল বর্ষণের জেরে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়েছিল। তবে গতকাল থেকে ফের কাজে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।