shono
Advertisement

Haiti: ভয়াবহ ভূমিকম্পে বহু প্রাণহানির আশঙ্কা, Tsunami’র সতর্কতা জারি

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ।
Posted: 09:36 PM Aug 14, 2021Updated: 09:39 PM Aug 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নিকটবর্তী দেশ হাইতি (Haiti)। রিখটার স্কেলে তীব্রতা ৭.২। শনিবার সেদেশের স্থানীয় সময় সকালবেলা (ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ) ভয়াবহ কম্পন অনূভূত হয় সেদেশের পশ্চিম অংশে। নিমেষে ধুলোয় মিশে যায় একাধিক বাড়ি-ঘর। চোখের সামনে থেকে উধাও হয়ে গেল রাস্তাঘাট। নির্দিষ্ট পরিসংখ্যান না মিললেও, ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া জারি হয়েছে সুনামি সতর্কতাও।

Advertisement

সেদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে আচমকাই তীব্র কম্পনে কেঁপে ওঠে হাইতি। তাতেই একের পর এক বাড়ি ভেঙে পড়ে। রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। তবে অনেকেই চাপাও পড়ে যায়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল পোর্ত-অউ-প্রিন্সের ১৬০ কিলোমিটার পশ্চিম এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে শুধু পশ্চিমভাগে নয়, গোটা দেশেই ভূমিকম্প অনুভূত হয় বলে খবর। এছাড়া মার্কিন মুলুকের আলাস্কা প্রদেশেও কম্পন অনূভূত হয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

[আরও পড়ুন: নরখাদক হয়ে উঠতে পারে দুই শিশুপুত্র! ‘বিশ্বকে বাঁচাতে’ সন্তানদের খুন বাবার]

শনিবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে হাইতির সরকারের তরফ থেকে। তবে এই ঘটনায় কত জনের প্রাণহানি ঘটেছে, তার সরকারি হিসেব এখনও জানা যায়নি। সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের নাগরিক নিরাপত্তা বিভাগের প্রধান জেরি চ্যান্ডলার বলেন, ‘‘প্রাণহানি ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত। তবে এখনও পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি আমরা।’’ পাশাপাশি দ্রুত উদ্ধারকার্য চালানোর কথাও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘Bachpan ka pyar’ গান গেয়ে ফের ভাইরাল রানাঘাটের ‘লতা মঙ্গেশকর’ Ranu Mondal]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement