shono
Advertisement

এক বাইকে ৭ জনের কেরামতি, ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

ঘটনায় মোটা টাকা জরিমানা করল পুলিশ।
Posted: 01:19 PM Aug 10, 2023Updated: 01:19 PM Aug 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরামতি দেখাতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা ৭ যুবকের। এক বাইকে বিপজ্জনকভাবে সাত জন সওয়ার হয়েছিলেন। ব্যাস্ত রাস্তায় তাঁদের এই কাণ্ড করতে দেখা যায়। ওই পথে চলমান একটি গাড়ি থেকে গোটা ঘটনা ভিডিও করা হয়েছিল।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সক্রিয় হয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সাত যুবককে।

Advertisement

ভিডিওটি উত্তরপ্রদেশের হাপুর জেলার বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাইকে সওয়ার হয়েছেন সাত জন যুবক। দু’জন বসে আছেন তেলের ট্যাংকের উপরে। একজনের কাঁধে চড়ে বসেছেন আরেক জন। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইওয়ের কাছে কাঠিখেরা রোডে ওই কাণ্ড করেন যুবকরা।

[আরও পড়ুন: মোট ৭৩০ দিন, মহিলা কর্মী ও একক বাবাদের সন্তান লালনের ছুটি বাড়াল কেন্দ্র]

ভিডিও সূত্রে গ্রেপ্তার করা হয়েছে সাত যুবককেই। প্রাথমিকভাবে ২২ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। ঘটনার কথা বিস্তারিত জানিয়ে টুইট করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেখানে জানানো হয়েছে, যুবকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। সময় মতো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের তরফে সতর্ক করা হয়েছে, এই ধরনের কাজ বিপজ্জনক এবং ট্রাফিক আইন বিরোধী। এমনটা ঘটালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: মুম্বইয়ে অপহৃত মিউজিক কোম্পানির CEO! অভিযুক্ত ‘শিণ্ডে’ সেনা বিধায়কের ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার