shono
Advertisement

গ্রামের অদূরে পাখিরালয়, দীপাবলিতে একটিও বাজি ফাটালেন না গ্রামবাসীরা!

কেবল আলো দিয়ে স্বাগত জানানো হল উৎসবকে।
Posted: 06:55 PM Nov 13, 2023Updated: 07:37 PM Nov 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দীপাবলিতে শব্দরাক্ষসের তাণ্ডব গোটা দেশে। যা নিয়ে হতাশ পরিবেশপ্রেমীরা। দূষণ উপেক্ষা করে বাজি ফাটানোয় নতুন করে ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি। যদিও ওরা কিন্তু বাজি ফাটালেন না। ওরা তামিলনাড়ুর (Tamil Nadu) সাতটি গ্রামের বাসিন্দা। উৎসব উদযাপন করলেন শব্দ এবং বিষ বারুদ ছাড়াই। কেবলমাত্র আলো দিয়ে স্বাগত জানালেন বচ্ছরকার উৎসবকে। কেন?

Advertisement

আদতে গোটা দেশকে সচেতনার পাঠ দিলেন তামিলনাড়ুর ইরোডের সাত-সাতটি গ্রাম। যেহেতু ওই এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে ভাডামুঙ্গম ভেল্লোডে পাখিরালয়। শীতের শুরুতে, মোটামুটি অক্টোবর নাগাদ পরিযায়ী পাখিরা আসতে শুরু করে দক্ষিণ ভারতের অন্যতম এই পাখিরালয়ে। সাধারণত জানুয়ারি অবধি থাকে ‘অতিথি’রা। তার পর ডানা মেলে কয়েক হাজার মাইল পেরিয়ে অন্য কোথাও, অন্য কোনওখানে! ওদের কষ্ট হবে ভেবেই বাজি না ফাটিয়ে দীপাবলি উদযাপন করল ইরোডের সেল্লাপ্পামপালায়ম, ভাডামুঙ্গম ভেল্লোডে, সেম্মানদমপালয়ম, কারুক্কানকাট্টু ভালাসু, পুঙ্গমপড়ির মতো গ্রামগুলি।

 

[আরও পড়ুন: বিরল চোখের সমস্যায় স্নো লেপার্ড, সফল অস্ত্রোপচারে নজির দার্জিলিংয়ে]

সাতটি গ্রামে প্রায় ৯০০ পরিবারের বাস। বাসিন্দারা সম্মিলিত ভাবেই ‘নীরব দীপাবলি’র সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গিয়েছে। গ্রামগুলিতে কেবল আলো, প্রদীপ দিয়ে দীপাবলি পালন করা হয়েছে। পাখিরালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। গ্রামবাসীদের অভিনব সিদ্ধান্তের কারণেই পাখিদের কোনও ক্ষতি হয়নি।

 

[আরও পড়ুন: Basudeb Acharia: প্রয়াত বাঁকুড়ার প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার