shono
Advertisement

Breaking News

পরপর ৭০টি বিস্ফোরণে কাঁপল বস্টন, আগুনের গ্রাসে বিস্তীর্ণ এলাকা

বাড়তে পারে হতাহতের সংখ্যা। The post পরপর ৭০টি বিস্ফোরণে কাঁপল বস্টন, আগুনের গ্রাসে বিস্তীর্ণ এলাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:29 AM Sep 14, 2018Updated: 09:29 AM Sep 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর সত্তরটা বিস্ফোরণে কেঁপে উঠল আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশ৷ বস্টন থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত তিনটি এলাকা; যথাক্রমে, লরেন্স, অ্যান্ডোভার এবং উত্তর অ্যান্ডোভারের বহু বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গ্যাস লিক করার ফলেই এই বিস্ফোরণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ ঘটনায়, এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ গুরুতর জখম ছয়৷ তাঁদের ভরতি করা হয়েছে লরেন্স জেনারেল হাসপাতালে৷ অন্যান্য নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে দমকল৷ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার গ্রাসে কার্যত অন্ধকার হয়ে গিয়েছে গোটা এলাকা৷ এখনও কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা৷

Advertisement

[নির্বাচনে কলকাঠি নাড়তে পারে বিদেশি শত্রুরা, আশঙ্কায় কঠোর ব্যবস্থা ট্রাম্পের]

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম লিওনেল রবসন, বয়স ১৮৷ গ্যাসের পাইপ লাইনের উপর অতিরিক্ত চাপের ফলেই গ্যাস লিক করেছে এবং সেই থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ তবে যথেষ্ট নিরাপত্তার সঙ্গে গ্যাস সরবরাহ করা হলেও কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দ হয়৷ কিছু বুঝে ওঠার আগেই চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ আতঙ্কে বাড়ির বাইরে চলে আসেন তাঁরা৷ দেখতে পান, আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করছে আশপাশের বাড়িগুলিকে৷ চোখের সামনে নিজেদের বাড়িগুলিকে আগুনের গ্রাসে যেতে দেখে ভেঙে পড়েন অনেকে৷

[হিন্দু ও বৌদ্ধদের যৌথ বিরোধিতা, মন্দিরে পশুবলি বন্ধ করছে এই প্রতিবেশী দেশ]

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা এসে পৌঁছায়৷ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়৷ এরপরেই উদ্ধারকাজে হাত লাগান দমকল কর্মীরা৷ বাড়ির ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পাইপলাইন ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট ও পিএইচএমএসএ৷ ঘটনাস্থল ভাল করে খতিয়ে দেখছেন তাঁরা৷ কোন অংশ থেকে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটল তা নির্ণয় করতে চাইছেন তদন্তকারীরা৷ পরবর্তীকালে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন৷

The post পরপর ৭০টি বিস্ফোরণে কাঁপল বস্টন, আগুনের গ্রাসে বিস্তীর্ণ এলাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement