ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যারা আবেদন করেও বার্ধ্যতা ভাতা পাননি, ডায়মন্ড হারবারে সেই সমস্ত প্রবীণদের টাকা মেটানোর কাজ শুরু হল। ডায়মন্ড হারবারে খোলা হল সাংসদ সহায়তা কেন্দ্র।
আগেই ৬০ বছরের উর্ধ্বে সমস্ত প্রবীন নাগরিকদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য। বহু মানুষ আবেদন করেছেন দুয়ারে সরকার শিবিরে গিয়ে। কেউ টাকা পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “গত এক-দেড় মাস ধরে আমি ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনের কাছে খবর নিয়েছি। জেনেছি ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। তাঁদের আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেব। সরকার যবে দেবে দিক। তার আগে আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা পৌঁছে দেব। ডায়মন্ড হারবার লোকসভায় এক থেকে দেড় লক্ষ তৃণমূল কর্মী রয়েছেন। তাঁদের থেকে সাহায্য নিয়ে বার্ধক্যভাতা দেওয়া হবে। এটাই ডায়মন্ড হারবার মডেল। কারও যদি গায়ে লাগে, তা হলে কিছু করার নেই।”
[আরও পড়ুন: ‘দুটি পাতা একটি কুঁড়ি’, মকাইবাড়িতে শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী]
যেমন কথা তেমন কাজ। এবার শুরু হচ্ছে সেই টাকা দেওয়ার কাজ। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে মোট ২০৩টি ক্যাম্প করা হচ্ছে। যাতে যোগ্যরা আবেদন করতে পারেন সেদিকে নজর রাখার নির্দেশ। যারা গিয়ে আবদন করতে পারবেন না, তাঁদের বাড়ি গিয়ে আবেদনপত্র নিয়ে আসতে হবে বলে নির্দেশ সাংসদের। অতি দ্রুত টাকা মেটানো হবে বলেই সূত্রের খবর।