সম্যক খান, মেদিনীপুর: ভোর রাতে মেদিনীপুরের বাজারে ভয়াবহ আগুন। পুড়ে খাক ৫-৬টি দোকান। সেই অগ্নিকাণ্ড দেখতে এসে প্রাণ গেল এক শিশুর। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের বাজার গেট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের বাজার গেট এলাকায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় ৪-৫টি দোকান। ভোরের দিকে একটি মিষ্টির দোকান দাউদাউ করে জ্বলছিল। সেই সময় পাশের বাড়ির এক শিশু তার দাদুর সঙ্গে আগুন দেখতে আসে। দোকান থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছিল সে। সেই সময় দোকানে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের কিছু অংশ ছিটকে শিশুটির পেটে লাগে। তখনই নাড়িভুড়ি বেরিয়ে বেরিয়ে আসে।
[আরও পড়ুন: ‘যা বলেছেন ধ্রুব সত্য’, ‘সব কা সাথ’ বাতিল ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত]
তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃত শিশুর নাম এখনও জানা যায়নি।
মেদিনীপুরের বাজার গেট বিশাল বাজার। কিন্তু সেখানে অধিকাংশ অস্থায়ী দোকান পলিথিন দিয়ে তৈরি। যা অত্যন্ত দাহ্য। বার বার করে স্থায়ী কাঠামো তৈরির চেষ্টা করেছে বাজার কমিটি। কিন্তু রেলের অসহযোগিতায় তা সম্ভব হয়নি বলে অভিযোগ।