shono
Advertisement

টাটা থেকে আম্বানি, শচীন থেকে অমিতাভ! রাম মন্দিরের উদ্বোধনে চাঁদের হাট

রাম মন্দির উদ্বোধনে ৭ হাজারেরও বেশি অতিথি!
Posted: 04:18 PM Dec 07, 2023Updated: 08:23 PM Dec 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগেভাগেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের (Ram Mandir)। ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের প্রধান উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন সাজসাজ রব অযোধ্যায় (Ayodhya)। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। তালিকায় কারা রয়েছেন?

Advertisement

রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত ভারতরত্ন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বর্তমান ভারতীয় দলের অন্যতম সদস্য বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, বলি তারকা অমিতাভ বচ্চন, রামানন্দ সাগরের ‘রামায়ণে’ রাম অরুণ গোভিল এবং সীতা দীপিকা চিখিলিয়া প্রমুখ।

 

[আরও পড়ুন: শুক্রবারই লোকসভায় পেশ এথিক্স কমিটির রিপোর্ট, খারিজ হবে মহুয়ার সাংসদ পদ?]

 

রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিত ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। সেই সমস্ত করসেবকের পরিবারের সদস্যরা অতিথি হিসেবে থাকবেন, রাম মন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল। এছড়াও ২২ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত মন্দিরে উপস্থিত থাকবেন সংঘপ্রধান মোহন ভাগবত, যোগগুরু রামদেব, ভিন্ন গোষ্ঠীর ৪ হাজার সন্ন্যাসী, লেখক, সাংবাদিক, বিজ্ঞানী-সহ বিশিষ্টজনেরা।

 

[আরও পড়ুন: এঁটো প্লেটের সামান্য ছোঁয়া, তাতেই বিয়ে বাড়িতে ওয়েটারকে পিটিয়ে খুন!]

 

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, “৫০টি দেশের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মৃত ৫০ জন করসেবকের পরিবারের সদস্যরাও আমন্ত্রিত। এছাড়াও বিচারপতি, বিজ্ঞানী, সাংবাদিক, কবিরা উপস্থিত থাকবেন পবিত্র দিনের বিশেষ অনুষ্ঠানে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement