সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের শেষদিনের ভোররাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। গুজরাটের (Gujarat) নাভাসরিতে বাস ও এসইউভি গাড়ির সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হল। আহত ৩২।
আহতদের মধ্যে ১৭ জনকে ভালসাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি ১৪ জন ভরতি নাভাসরির হাসপাতালে। আরেকজনকে সুরাটে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই তথ্যই জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক কেতন যোশী।
[আরও পড়ুন: রাম ও হনুমানের পুজো বিজেপির কপিরাইট নয়, বিস্ফোরক উমা ভারতী]
ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানানো হয়েছে, একটি বাস আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি এসইউভি গাড়ি। সেই গাড়িতে ৯ জন যাত্রী ছিলেন। ভোররাতে বাস ও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ির সব যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ঠিক কেন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। কিন্তু একটি সূত্র বলছে এসইউভি গাড়িটিই রাস্তার ভুল দিকে চলে এসেছিল। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর বাসটির সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। কেতন জানাচ্ছেন, তদন্তকারীদের দাবি, গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই কারণেই ঘটে যায় দুর্ঘটনাটি। আহত বাসযাত্রীদের মধ্যে অনেকেই গুরুতর আহত বলে জানা যাচ্ছে।