সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাকেই অ্যাসিড হামলার হুমকি এবং ডিজিটালি ব্ল্যাকমেলের হুঁশিয়ারি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ১৯ বছরের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে অসমের শিলচরে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর অভিযোগ জমা পড়ে থানায়। ১৬ বছরের স্কুল পড়ুয়ার সঙ্গে বছর খানেক ধরে সম্পর্ক ছিল অভিযুক্তের। সম্প্রতি তিনি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন নাবালিকাকে। সে তাতি রাজি না হওয়ায় অ্যাসিড হামলা এবং এআই দিয়ে ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরেই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ধর্ষণের পর বেশ কয়েক বার কিশোরীর বাড়িতেও যান ওই তরুণ। এরপর নাবালিকার ব্যক্তিগত ছবি তুলে তা এআই-এর সাহায্যে বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন যুবক। এমনকী কিশোরীর নামে একটি ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্টও খোলেন অভিযুক্ত। এমন পরিস্থিতিতে ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কিশোরী। এক সময় উপায় না দেখে পরিবারকে গোটা ঘটনা জানায় সে। এর মধ্যেই পলাতক হয়েছে যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
