shono
Advertisement

Breaking News

Mecca

মক্কায় দাবদাহ! হজযাত্রায় গিয়ে মৃত ৯৮ ভারতীয়

মক্কায় মোট মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে বলে জনা যাচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 07:22 PM Jun 21, 2024Updated: 09:48 PM Jun 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণ্য অর্জনের আশায় মক্কায় হজযাত্রায় গিয়ে চলতি বছরে মৃত্যু হয়েছে ৯৮ জন ভারতীয়র। শুক্রবার এরই তথ্য প্রকাশ্যে এনেছে বিদেশ মন্ত্রক। মৃত্যুর কারণ হিসেবে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অসুস্থতা, বার্ধক্যের পাশাপাশি সৌদি আরবের ভয়াবহ গরমের কারণেও বহু মৃত্যুর ঘটনা ঘটেছে।

Advertisement

হজযাত্রায় গিয়ে মৃত্যু প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, চলতি বছর ভারত থেকে সৌদি আরবে হজযাত্রায় গিয়েছিলেন মোট ১ লক্ষ ৭৫ হাজার পুণ্যার্থী। তাঁদের মধ্যে ৯৮ জনের মৃত্যুর হয়েছে। এঁদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যুর কারণ মক্কায় প্রবল গরম, কেউ মারা গিয়েছেন অসুস্থতায়, কেউ আবার বার্ধক্যজনিত অসুখে। এর মধ্যে আরাফাতের দিন ৬ ভারতীয়ের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার জেরে ৪ ভারতীয়ের মৃত্যু হয়।

[আরও পড়ুন: অগ্নিদেবের কোপ! গরমে দেশে মৃত ১৪৩, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট]

পাশাপাশি বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মক্কাতে হজ মিশনে আমাদের টিম কাজ করছে। যাত্রীদের জন্য ওখানেও সমস্ত রকম ব্যবস্থা করছে ভারত সরকার। হজ যাত্রায় গিয়ে কোনওরকম মৃত্যুর খবর পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি আমরা। যে সকল ভারতীয় এই তীর্থযাত্রায় গিয়েছেন সকলের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। বর্তমানে ভীষণ তাপপ্রবাহ চলছে মক্কাতে, যার জেরে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এখানে এসে। বিদেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত বছর মক্কায় হজ যাত্রায় এসে প্রাণ হারিয়েছিলেন ১৮৭ জন ভারতীয়।

[আরও পড়ুন: চিন যাত্রার আগেই দিল্লিতে হাসিনা, ভারতকে আশ্বস্ত করতেই সফর!]

অন্যদিকে সৌদি আরবের ভয়াবহ গরমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রিপোর্ট বলছে, সম্প্রতি মক্কার তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। আরবের শীর্ষ দুই রাজনৈতিক নেতা মঙ্গলবার সংবাদ সংস্থা এএফপিকে জানান, গরমের জেরে সেখানে মৃত্যু হয়েছে ৫৫০ পুণ্যার্থীর। যার মধ্যে বেশিরভাগই মিশরের। হজে এসে গরমের কারণে অসুস্থ হয়ে মিশরের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয়। পাশাপাশি জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখানকার সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেম। মৃতদেহের ভিড়ে তা কার্যত ভরে গিয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে শুরু করেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। গরমের পাশাপাশি আরও একাধিক কারণে মোট মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে বলে জনা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌদি আরবের ভয়াবহ গরমে লাফিয়ে বাড়ছে পুণ্যার্থী মৃত্যুর ঘটনা।
  • কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে জানা গিয়েছে মক্কা গিয়ে মৃত্যু হয়েছে ৯৮ জন ভারতীয়র।
  • গত বছর মক্কায় হজ যাত্রায় এসে প্রাণ হারিয়েছিলেন ১৮৭ জন ভারতীয়।
Advertisement