অর্ণব দাস, বারাসত: নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মধ্যমগ্রামের বিজেপি নেতা। বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি জানাজানি হতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ হালদার। তার বাড়ি মধ্যমগ্রামের বিধানপল্লি এলাকায়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার নির্যাতিতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা-সহ গোপন জবানবন্দী নেওয়া হয়েছে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত বিজেপি নেতা প্রতিবেশী বছর পনেরোর নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করে। মেয়ের আচরণে সন্দেহ হওয়ার পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে বিষয়টা জানতে পারেন। এরপরই পরিবারের তরফে অভিযোগ দায়ের হলে গ্রেপ্তার হয় অভিযুক্ত। ধৃত বিকাশ আবার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
[আরও পড়ুন: ‘আমি ষড়যন্ত্রের শিকার’, আড়াল থেকেই নিয়োগ দুর্নীতিতে মুখ খুললেন হৈমন্তী]
স্থানীয়রা জানিয়েছেন, বিধানসভা ভোটের আগে সে বিজেপিতে যোগ দিয়েছিল। তাই বিকাশের গ্রেপ্তারের খবর জানাজানি হাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে সরব হয়েছে শাসক দল। এবিষয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানান, “লজ্জাজনক ঘটনা। ২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিকাশ বিজেপিতে যোগ দেয়। ভোটে সে বিজেপির কাউন্টিং এজেন্ট হয়েছিল। এই ধরনের মানুষ সমাজে থাকলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে।”
যদিও অভিযুক্ত বিজেপি নেতা নয় বলেই জানিয়েছে পদ্মশিবির। এবিষয়ে বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র বলেন, “বিকাশ হালদার বলে মধ্যমগ্রামে আমাদের কোনও নেতা বা কর্মী নেই। উনি মুকুল রায়ের সঙ্গে বিজেপিতে এসেছিলেন, পরে আবার ফিরেও গিয়েছেন। তাই এ বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।”