shono
Advertisement

শিখ তরুণীর আইসিসে যোগ, সাজা ঘোষণা ব্রিটিশ আদালতে

নার্স হিসেবে সিরিয়ায় যেতে চেয়েছিল সন্দীপ। The post শিখ তরুণীর আইসিসে যোগ, সাজা ঘোষণা ব্রিটিশ আদালতে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:38 PM Jan 28, 2018Updated: 08:08 AM Jan 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিখ তরুণী। এবার আইসিসের সন্ত্রাসবাদী কাজে যোগ দেওয়ার অভিযোগে কারাদণ্ডের সাজা হল ওই ব্রিটিশ তরুণীর। অভিযুক্ত তরুণীর নাম সন্দীপ সামরা(১৮)। সন্ত্রাসবাদে মদত দেওয়া অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে বার্মিংহামের আদালত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি ওই তরুণী। উলটে দাবি করেছেন, নার্সের কাজ করার জন্য সিরিয়ায় যেতে চেয়েছিল।

Advertisement

[হিট লিস্টে মোদি, পাকিস্তানে বসে হুঙ্কার জইশ জঙ্গি তালহার ]

জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত সন্দীপ সামরা শিখ সম্প্রদায় ভুক্ত। তবে জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। পরিবারের বাকিরা লন্ডনে বসবাস করেন। প্রায় বছর খানেক আগে সে ইসলাম ধর্ম গর্হণ করে। তারপর ধীরে ধীরে যুক্ত হয়ে পড়ে আইসিসের সঙ্গে। এরপরই পরিবার ছেড়ে বিশেষত দেশ ছেড়ে সিরিয়ায় চলে যেতে চেয়েছেন। ধর্মান্তরিত হওয়ার খবর বাড়িতে জানিয়েও ছিল। পুলিশের কাছে খবর পৌঁছতে সময় লাগেনি। গোয়েন্দারা জানতে পারে ওই ব্রিটিশ তরুণী আইসিসের সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত। গতবছর ১ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে বহুবার সে সিরিয়ার জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেছে। এই সময়ের মধ্যে নানাবিধ বেআইনি কার্যকলাপও চালিয়েছে। গোয়েন্দারা তক্কে তক্কে ছিল। নজর রাখা হচ্ছিল সন্দীপের উপরে। এরপর সিরিয়ায় যাওয়ার তোড়জোর শুরু করতেই পুলিশ ওই তরুণীকে গ্রেপ্তার করে। গত বছর জুনের শেষের দিকে ওয়েস্ট মিডল্যান্ডের সন্ত্রাস দমন শাখা সন্দীপকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ফোনটি বাজেয়াপ্ত করার পরই ধৃত তরুণীর সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগসূত্রের প্রমাণ মেলে। দেখা যায়, দীর্ঘ সময় ধরে আইসিসের নিয়্ন্ত্রণে রয়েছে সন্দীপ। গ্রেপ্তারির পরেই আত্মহত্যারও হুমকি দেয়। প্রায় মাসছয়েক কারাবন্দি থাকার পর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। তারই ভিত্তিতে বার্মিংহাম ক্রাউন কোর্টের বিচারক মেলবোর্ন ইনম্যান ধৃত তরুণীকে কারাদণ্ডের সাজা শোনান।

[পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণের জন্য দায়ী বলিউড!]

 

The post শিখ তরুণীর আইসিসে যোগ, সাজা ঘোষণা ব্রিটিশ আদালতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement