shono
Advertisement

জানেন, পাপ মুক্তিতে কোন মন্দিরে মেলে সার্টিফিকেট?

গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থ আসলে শিবমন্দির৷ বহু ভক্তের সমাগম লেগে থাকে বছরভর৷ তার মধ্যে অন্যতম আকর্ষণ এই পাপ-মুক্তি সার্টিফিকেট পাওয়া৷ The post জানেন, পাপ মুক্তিতে কোন মন্দিরে মেলে সার্টিফিকেট? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:30 PM May 25, 2016Updated: 06:58 PM May 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই কোনকাল থেকে পাপস্খালনের জন্য মানুষ দেবতার সামনে মাথা নত করেছে৷ কিন্তু তা যে হচ্ছে কী করে বোঝা যাবে? না, এখনও তা জানার অন্তত কোনও উপায় নেই৷ কিন্তু এর মধ্যেই রাজস্থানের এক মন্দির এ ব্যাপারে বেশ ‘প্রফেশনাল’৷ শিক্ষিত কতটা হল সে প্রশ্ন তুলে রেখেও তো পড়াশোনা অন্তে দেওয়া হয় ডিগ্রির সার্টিফিকেট৷ ঠিক একই কায়দায় এ মন্দিরেও দেওয়া হয় পাপ-মুক্তি সার্টিফিকেট৷

Advertisement

রাজস্থানের প্রতাপগড়ের এ মন্দির উপজাতিদের হরিদ্বার নামে খ্যাত৷ গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থ আসলে শিবমন্দির৷ বহু ভক্তের সমাগম লেগে থাকে বছরভর৷ তার মধ্যে অন্যতম আকর্ষণ এই পাপ-মুক্তি সার্টিফিকেট পাওয়া৷ মন্দিরের ভিতরের কুণ্ডে স্নান করলে ‘দোষ নির্বাণ’ হয়৷ এরপরেই পুরোহিতরা এই সার্টিফিকেট দেন৷

স্বাধীনতার পর থেকেই চলে আসছে এ নিদান৷ দোষ নির্বাণের জন্য পুরোহিতরা নেন ১০ টাকা৷ আর সার্টিফিকেট দেওয়ার জন্য ১ টাকা৷ অর্থাৎ মোট ১১ টাকা প্রণামী দিলেই মিলতে পারে পাপ-মুক্তি সার্টিফিকেট৷ কিন্তু সকলেই এ জিনিস পান না৷  কে পাবেন সে বিচারের ভার থাকে পুরোহিতদের হাতে৷ বছরে একবার মেলা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়৷ কিন্তু তাঁদের মধ্যে ভাগ্যবান কয়েকজনই পুরোহিতদের দেওয়া সার্টিফিকেট পান৷

মন্দির-প্রণামী সব মিলিয়ে যেন একটা ‘ইন্ডাস্ট্রি’- ভারতের মন্দিরগুলো সম্পর্কে এ কথা বলাই যায়৷ ধর্ম যে বাণিজ্যের একটা উপকরণ হযে দাঁড়িয়েছে তা বিভিন্ন সময় নানা সমালোচনায় উঠে এসেছে৷ সাম্প্রতিক ‘ও মাই গড’ বা ‘পিকে’ সিনেমাতেও দেখা গিয়েছে সে সমালোচনা৷ কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোথাও নেই এতটুক প্রফেশনালিজমের ছাপ৷ সেই নিরিখে রাজস্থানের এ মন্দির যে দারুণ ব্যতিক্রম সে কথা স্বীকার করতেই হয়৷ তবে পাপ-মুক্তি সার্টিফিকেট পেয়ে গেলেই কি মোক্ষলাভ হল মানুষের? এর তো আর উত্তর নেই৷ কে না জানে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!

The post জানেন, পাপ মুক্তিতে কোন মন্দিরে মেলে সার্টিফিকেট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement