সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। তুমুল উত্তেজনা সাগর গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) স্বাস্থ্য জেলার স্বাস্থ্যদপ্তর।
ঘটনার সূত্রপাত সোমবার। সাগরের খান সাহেব আবাদ এলাকার ৩১ দিনের এক শিশুকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু বলে অভিযোগ তোলেন মৃত শিশুর আত্মীয়-পরিজনেরা। যদিও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্তকুমার সুকুল মঙ্গলবার জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয় তখনই তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। শিশুটি জন্ডিসে ভুগছিল এবং শ্বাসকষ্টও ছিল। চিকিৎসকরা তাকে অক্সিজেন দেন। প্রয়োজন ছিল নেবুলাইজারেরও। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে লোডশেডিং চলছিল। হাসপাতালে জেনারেটর চালাতে কিছু দেরি হয়। তার মধ্যেই শিশুটি মারা যায়।
[আরও পড়ুন: হঠাৎই স্ট্রং রুমে লকেট! বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ হুগলিতে]
শিশুটির পরিবার চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ জানিয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।