সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। তারপরেও হোমওয়ার্ক শেষ করা হয়ে ওঠেনি। বকা খাওয়ার ভয়ে নিজেরই অপহরণের মিথ্যে গল্প ফাঁদল হিমাচলের এক অষ্টম শ্রেণির পড়ুয়া। পুলিশের জেরার মুখে দোষ স্বীকার করে নাবালক। নিশ্চিন্ত হয় পরিবার।
ঘটনাটি ঘটেছ, হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায়। পড়ুয়ার দাবি, পরিবারের লোকেদের অনুপস্থিতিতে তাকে অপহরণ করা হয়েছিল। সে অভিযোগ করে, মাস্ক পরা দুই যুবক কোনও একটা বস্তুর গন্ধ শুঁকিয়ে তাকে অচৈতন্য করে ফেলে। এমনকী অপহরণকারীরা তাকে বাইকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।
[আরও পড়ুন: আড়াই দশক পর ‘মুক্ত’ অভিশপ্ত সেই উপহার সিনেমা প্রাঙ্গন]
নাবালক আরও দাবি করে, রাস্তায় যানজটে যখন বাইকটি আটকে পড়ে, তখনই তার জ্ঞান ফেরে। সেই সময় কোনওভাবে সে নিজেকে মুক্ত করে এবং অপহরণকারীদের হাত থেকে পালায়। গোটা এই ঘটনা শোনার পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ে ওই পড়ুয়ার পরিবারের সদস্যরা। তারপর তারা পুরো বিষয়টি স্থানীয় কোট থানায় জানায়। এরপরই তদন্তে নামে পুলিশ।
কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবাক হয় পুলিশ। তদন্তকারীরা বুঝতে পারেন ওই নাবালক অপহরণের মিথ্যা গল্প বলেছে। এরপর জেরা করা হলে অষ্টম শ্রেণির সেই পড়ুয়া নিজের দোষ স্বীকার করে। সে জানায়, হোমওয়ার্ক শেষ করতে না পারায় শাস্তির ভয়ে এই কাণ্ড ঘটিয়েছে। প্রসঙ্গত, এক মাস বর্ষার ছুটির পর হিমাচলে ৩১ জুলাই থেকে স্কুল খুলেছে। তার কয়েকদিন পরেই এই ঘটনা।