shono
Advertisement

OMG! অফিসে মহিলা কর্মীরা পরতে পারবেন না চশমা, ফতোয়া জাপানের সংস্থার

নিষেধাজ্ঞার জেরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। The post OMG! অফিসে মহিলা কর্মীরা পরতে পারবেন না চশমা, ফতোয়া জাপানের সংস্থার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:30 PM Nov 09, 2019Updated: 05:30 PM Nov 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চশমা ছাড়া দেখতে অভ্যস্ত নন? অফিসেও চশমা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়? তবে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, জাপানের এক সংস্থা মহিলা কর্মীদের চশমা পরার ক্ষেত্রে ফতোয়া জারি করল। পরিষ্কার কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কর্মক্ষেত্রে কোনওভাবেই চশমা পরতে পারবেন না মহিলা কর্মীরা। প্রতিবাদে নেটদুনিয়ায় সোচ্চার হয়েছেন অনেকেই। জাপানি ওই সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বইছে #glassesareforbidden  ঝড়।

Advertisement

সম্প্রতি সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জাপানে কর্মক্ষেত্রে মহিলাদের চশমা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ে। তবে কী কারণে চশমার উপর ফতোয়া জারি হল সে বিষয়ে এখনও সংস্থার তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কেউ কেউ বলছেন চোখের সৌন্দর্যই নাকি নষ্ট হয়ে যায়, তাই চশমাতে আপত্তি কর্তৃপক্ষের। আবার কারও কারও দাবি, চশমা নাকি ফ্যাশন ট্রেন্ডের দিক থেকে অনেকটাই পিছিয়ে। সেক্ষেত্রে চশমার পরিবর্তে লেন্স পরাই শ্রেয় বলে দাবি কারও কারও।

তবে জাপানের ওই সংস্থার সিদ্ধান্তের বিরোধিতায় সরব বহু মহিলা। কর্মরত তরুণীদের একাংশের দাবি, চশমা ছাড়া দেখতে অত্যন্ত সমস্যা হয় তাঁদের। তাই সেক্ষেত্রে কাজ করতে খুবই অসুবিধায় পড়ছেন।

কেউ কেউ আবার বলছেন, “মহিলা কর্মীদের চশমা পরতে বারণ করা হয়েছে ঠিকই। কিন্তু পুরুষ কর্মীদের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই কেন?” তাঁরা কেউ কেউ জাপানি সংস্থার বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগও তুলেছেন। মহিলা কর্মীদের অনেকেই নেটদুনিয়ায় এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। ইতিমধ্যেই টুইটারে #glassesareforbidden  ঝড়ও উঠেছে। তাতে শামিল হয়েছেন বহু নেটিজেন।

[আরও পড়ুন: সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, ফের নেটদুনিয়ায় সমালোচিত রানু মণ্ডল]

উল্লেখ্য, এর আগে জাপানের এক সংস্থা অফিসে মহিলা কর্মীদের হাই হিলের জুতো পরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সময় নেটদুনিয়ায় উঠেছিল #KuToo ঝড়। কিন্তু কেন বারবার এমন অদ্ভূত দাবি করছে সংস্থাগুলি, সে বিষয়ে যথাযথ উত্তর আজও অধরা।

The post OMG! অফিসে মহিলা কর্মীরা পরতে পারবেন না চশমা, ফতোয়া জাপানের সংস্থার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement