shono
Advertisement

Breaking News

সকলের নজর এড়িয়ে সিংহের খাঁচায় প্রবেশ, পশুরাজের হামলায় প্রাণ গেল এক ব্যক্তির

এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
Posted: 09:51 AM Aug 29, 2022Updated: 09:51 AM Aug 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই শাবককে নিয়ে দিব্যি নিজের খাঁচায় বসেছিল সিংহ ও সিংহী। আচমকাই এক ব্যক্তি নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে ওই খাঁচায় ঢুকে পড়েন। আর তার পরিণামও হল ভয়ংকর। শেষমেশ সিংহের হামলা প্রাণ হারাতে হল তাঁকে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী ঘানার আক্রা চিড়িয়াখানা। এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Advertisement

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, রবিবার সব ঠিকঠাকই চলছিল। অন্যান্য দিনের মতো পর্যটকরা ঘোরাফেরা করছিলেন চিড়িয়াখানায়। ঘুরেফিরে জীবজন্তুদের দেখছিলেন তাঁরা। আচমকাই ছন্দপতন। দেখা যায়, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়েছেন এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই গুটি গুটি পায়ে খাঁচার ক্রমশ ভিতরে ঢুকতে থাকেন তিনি। সেই সময় খাঁচায় দু’টি শাবককে নিয়ে বসেছিল সিংহ ও সিংহী। ওই যুবক কাছে এগোতেই আক্রমণ। সিংহ প্রবল বেগে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।

[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে পন্থকে বাদ দেওয়ায় অবাক গম্ভীর, নেটদুনিয়ায় হঠাৎই ট্রেন্ডিং উর্বশী]

বেশ কিছুক্ষণ ধরে ওই যুবকের সঙ্গে সিংহর লড়াই চলে। তবে অসম লড়াইতে ওই ব্যক্তির আত্মরক্ষার কৌশল ধোপে টেকেনি। পরিবর্তে শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিতে থাকে। আঁচড়ে কামড়ে গোটা শরীরই প্রায় রক্তাক্ত হয়ে যায় তাঁর। ততক্ষণে অবশ্য সিংহকে শান্ত করা সম্ভব হয়েছে। তবে ওই ব্যক্তির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। চোট এতই গুরুতর ছিল যে শেষমেশ প্রাণ হারান তিনি।

১৯৬০ সালে তৈরি হয় এই চিড়িয়াখানায়। তার ঠিক ছ’বছর পর ১৯৬৬ সালে সাধারণ মানুষেরা এই চিড়িয়াখানায় প্রবেশাধিকার পান। যাতে কোনও জীবজন্তু পর্যটকদের কিংবা সাধারণ মানুষ জীবজন্তুদের ক্ষতি না করতে তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মোড়া চিড়িয়াখানা। তা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি সিংহের খাঁচায় ঢুকে পড়লেন তা বুঝতে পারছেন না কেউই। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এদিনের ঘটনায় সিংহের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পর থেকে চিড়িয়াখানার নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে।

[আরও পড়ুন: ছিল গগনচুম্বী অট্টালিকা, হল ধুলোর স্তূপ, নিমেষে ধ্বংস নয়ডার টুইন টাওয়ার, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement