সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শব্দবাজির প্রতিবাদ করায় ফুলঝুরির ছেঁকা সহ্য করতে হল এক প্রতিবাদীকে। বাঘাযতীনের বাসিন্দা ওই ব্যক্তি এই ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। খাস শহরের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই প্রতিবাদী।
নিত্যদিনের মতো দীপাবলির রাতে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন বাঘাযতীনের বাসিন্দা এক ব্যক্তি। অভিযোগ, ঠিক তাঁর বাইকের চাকার সামনে বেশ কয়েকজন যুবক চকলেট বোমা ফাটায়। প্রায় সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দেন তিনি। বাইক থেকে নেমে পড়েন। ওই যুবকদের শব্দবাজি ফাটাতে বারণ করেন। তবে তাতে কিছুই যায় আসে না যুবকদের। পরিবর্তে বাইকচালকের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেয় তারা। ওই প্রতিবাদীর অভিযোগ, কথা কাটাকাটি চলাকালীন তাঁর পিঠে ফুলঝুরি দিয়ে ছেঁকাও দিয়ে দেয় ওই যুবকেরা।
পিঠের একাধিক অংশ জ্বলে যাওয়ায় জ্বালা-যন্ত্রণা শুরু হয় তাঁর। কোনওক্রমে বাইক চালিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। এরপর সোজা পাটুলি থানায় চলে যান আক্রান্ত প্রতিবাদী। থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে শব্দবাজি মজুত, হামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
[আরও পড়ুন: ‘ব্যক্তিগত বিষয়ে কথা বলব না’, শোভনের ভাইফোঁটা প্রসঙ্গে মন্তব্য দিলীপের]
শব্দদানবের দৌরাত্ম্য রুখতে চলতি বছর একাধিক পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুলিশ। অনুজ শর্মার নির্দেশে শহরের অলিগলিতে সাদা পোশাকে ঘুরে বেড়িয়েছেন পুলিশকর্মীরা। শব্দবাজি পাচার এবং বিক্রি রোধে নাকা তল্লাশিও চলে। বাইপাস লাগোয়া এলাকায় অ্যাম্বুল্যান্সে করে শব্দবাজি পাচার করতে গিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রাজ্যজুড়ে বহু জায়গাতেই প্রচুর পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্তও করা হয়। তা সত্ত্বেও একজন সচেতন নাগরিক হয়ে শব্দবাজির প্রতিবাদ করে আক্রান্ত হতে হল বাঘাযতীনের ওই ব্যক্তিকে। এই ঘটনার পর থেকে আতঙ্কেই দিন কাটছে প্রতিবাদীর।
The post শব্দবাজির প্রতিবাদে পিঠে ফুলঝুরির ছেঁকা, পুলিশের দ্বারস্থ নির্যাতিত appeared first on Sangbad Pratidin.