shono
Advertisement

ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা

ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো৷ The post ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:39 PM Aug 10, 2019Updated: 01:09 PM Aug 10, 2019

নব্যেন্দু হাজরা: ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যা এক ব্যক্তির৷ শনিবার বেলা বারোটা নাগাদ দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি৷ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের এই ঘটনার জেরে আপাতত আপ লাইনে ব্যাহত পরিষেবা৷ আপাতত ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো৷

Advertisement

[আরও পড়ুন: শমীক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা, মুখ খোলায় বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ]

শনিবার বেলা তখন বারোটা৷ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে তখন বহু যাত্রীর ভিড়৷ আপ লাইনে দমদমগামী একটি মেট্রো ঢুকছিল৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী৷ খবর পৌঁছয় কর্তৃপক্ষের কাছে৷ থমকে যায় মেট্রোর রেক৷ রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোটি দাঁড় করিয়ে দেওয়া হয়৷ ভিতরে থাকা যাত্রীদের নামিয়ে আনা হয়৷ বেশ কিছুক্ষণ পর লাইন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়৷ আপাতত ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো৷ তবে পুরোপুরি কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনও জানানো হয়নি৷

[আরও পড়ুন: ‘মানুষের পাশে থাকুন’, জনসংযোগ বাড়াতে ওসিদের নির্দেশ সিপি অনুজ শর্মার]

তিলোত্তমার লাইফলাইন মেট্রো নিয়ে অভিযোগের অন্ত নেই নিত্যযাত্রীদের৷ বেশিরভাগ মানুষের অভিযোগ, মেট্রো সময়মতো চলে না৷ তার জেরে পরবর্তী মেট্রোয় বাড়তে থাকে ভিড়৷ ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায় বেশ কয়েকগুণ৷ আবার তার উপর রয়েছে যান্ত্রিক ত্রুটি৷ মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনাও নতুন কিছুই নয়৷ এত কিছু সমস্যার জেরে যাত্রী ভোগান্তি নিত্যদিনের বিষয়৷ শনিবার দুপুরের ঘটনাও ব্যতিক্রম নয়৷

The post ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement