shono
Advertisement

চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণধোলাই প্রতিবেশীদের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted: 01:50 PM Dec 25, 2020Updated: 01:50 PM Dec 25, 2020

শাহাজাদ হোসেন, ফরাক্কা: ফের লালসার শিকার বাংলার শিশুকন্যা। এবার নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুর স্টেশন এলাকায় থাকে ৮ বছরের ওই নাবালিকা। ওই এলাকারই বাসিন্দা বছর চল্লিশের এন্তাজুল হক। পেশায় রাজমিস্ত্রী। অভিযোগ, চকলেটের প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তাকে ধর্ষণ (Rape) করা হয়। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। সেই সময় মা-বাবা চেপে ধরতেই গোটা ঘটনা জানায় সে। বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়ে নির্যাতিতার প্রতিবেশীরা। অবস্থা বেগতিক বুঝে এলাকা ছাড়ে অভিযুক্ত।

[আরও পড়ুন: ‘শুভেন্দুদার জন্যই বিষ্ণুপুর থেকে লোকসভায় জিতেছি’, বিস্ফোরক স্বীকারোক্তি সৌমিত্র খাঁ’র]

যদিও শেষরক্ষা হয়নি। রাতের দিকে বাসুদেবপুর মার্কেট এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়দের নজরে পড়ে যায় অভিযুক্ত। এরপরই উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনে ক্ষোভে উগরে দেয় স্থানীয়রা। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। শুক্রবার সকালে অভিযুক্তকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

[আরও পড়ুন: ‘ভোটের আগে সিঙ্গুরে শিল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজি’, একযোগে সমালোচনা সুজন-লকেটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement