রাজ কুমার, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের নিমতি চা বাগান এলাকায় তরুণের রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিমতি আউটপোস্টের পুলিশ। কীভাবে তরুণের মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তিনি আত্মঘাতী হয়েছেন? নাকি খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম অনুপ ওরাওঁ। বয়স ২৬ বছর। তিনি নিমতি চা বাগান এলাকার বাসিন্দা। ওই চা বাগানেই অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু আর ফিরে আসেননি।
প্রথমে বাড়ির সদস্যরা অনুমান করেন, কোনও বন্ধুর বাড়িতে গিয়েছেন অনুপ। রাত বাড়লেও ওই তরুণ ফিরে না আসায় খোঁজাখুঁজি করে পরিবার। সোমবার দিনভর নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে চা বাগানেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান অনুপ আত্মঘাতী হয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ।
যদিও আত্মহত্যার কথা মানতে নারাজ মৃতের পরিবার। তাঁদের দাবি, অনুপের কোনও শত্রু ছিল না। মাঝে মধ্যেই বিকেলে ঘুরতে বেরলেও সময় মতো বাড়িতে ফিরে আসতেন। মৃতের কাকা বলেন, "আমাদের ছেলে আত্মহত্যা করতে পারে না। ও কোনও মানসিক সমস্যায় ভুগছিল বলেও জানি না। রবিবার থেকে নিখোঁজ ছিলেন। আজ দেহ উদ্ধার হয়েছে। মনে হচ্ছে পিছনে অন্য কারণ রয়েছে।" আত্মহত্যা নিয়ে সন্দেহ থাকলেও কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।