shono
Advertisement

মায়ের থেকে টাকা নিয়ে মদ খেয়ে আত্মঘাতী যুবক

মায়ের থেকে নেওয়া টাকায় মদ খেয়ে আত্মঘাতী ছেলে।
Posted: 04:15 PM Mar 14, 2024Updated: 04:15 PM Mar 14, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: মায়ের থেকে টাকা নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরে আত্মঘাতী যুবক। নদিয়ার শান্তিপুরের(Santipur) নতুনহাট সংলগ্ন হরিজন সেট পল্লীর ঘটনা। মৃতের নাম সুরেশ হরিজন। ছেলের এহেন পরিণতিতে মর্মাহত মা লক্ষ্মী হরিজন, হতবাক পড়শীরা। তাঁরা বলছেন, মদের নেশাই কাল হল সুরেশের।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের মদের নেশা অনেক দিনের।  দিন দিন তা বাড়ছিল বলে দাবি পরিবারের। তিনি কোনও কাজ করতেন না বলেই জানিয়েছেন প্রতিবেশিরা। মায়ের আয়েই চলত সংসার। লক্ষ্মীদেবী জানিয়েছেন, গতকাল বুধবার রাতে তাঁর থেকে টাকা নিয়ে বেরিয়ে যায় ছেলে। পরে বাড়ি ফিরে নিজের ঘরে চলে যায়। সকালে তিনি  ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভেতরে ঝুলছে ছেলে। 

[আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে পোস্ট মমতা-অভিষেকের, শহিদস্মরণে সন্দেশখালি তোপ শুভেন্দুর]

দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।  মৃতদেহের ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station)।  

[আরও পড়ুন: এবার পুলিশের জালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের শ্যালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement