রাজা দাস, বালুরঘাট: সুদূর মহারাষ্ট্র থেকে বহু কষ্টে নিজের এলাকায় পৌঁছলেও বাড়িতে ঠাঁই হয়নি বালুরঘাটের এক প্রৌঢ়ের। অগত্যা এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেছিলেন তিনি। ভেবেছিলেন ক’দিন পরই ফিরবেন প্রিয়জনদের কাছে। কিন্তু সেই ইচ্ছে অধরাই রয়ে গেল। গোডাউনে থাকাকালীন সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগে মহারাষ্ট্র থেকে বালুরঘাটের পাগলিগঞ্জে ফিরেছেন দিলীপ পণ্ডিত নামে ওই প্রৌঢ়। ফিরে প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। সেখানে তাঁকে আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। ডাক্তারদের পরামর্শে তিনি বাড়ির এলাকায় ঢুকতেই বাধা দেন প্রতিবেশীরা। পরিবারের অভিযোগ, তাঁকে বাড়িতে রাখার ক্ষেত্রে আপত্তি জানান প্রতিবেশীরা। উপায় না পেয়ে এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে তাঁর থাকার ব্যবস্থা করা হয়। সেখানেই কোয়ারেন্টাইন যাপন করছিলেন। এরই মাঝে শনিবার গভীর আচমকা আর্তনাদ শুরু করেন দিলীপবাবু।
[আরও পড়ুন: হিমাচলে ‘হানিমুন’ করতে গিয়ে দুর্বিষহ অভিজ্ঞতা, লকডাউনে বিস্কুট খেয়ে দিন কাটল বাঙালি দম্পতির]
খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে যান ওই গোডাউনে। তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জানা যায় যে, সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের। এরপরই কান্নায় ভেঙে পড়ে পরিবার। গোটা ঘটনার জন্য কার্যত প্রতিবেশীদের আতঙ্ককেই দায়ী করছেন তাঁরা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীদের একাংশও। এলাকাবাসীরা আতঙ্কে তাঁকে এলাকায় ঢুকতে বাধা দিলে প্রশাসনের তরফে কেন কোনও ব্যবস্থা নিল না সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
[আরও পড়ুন: জুটছে না খাবার, ঘাটালে ৩ হাজার টাকায় দুধের শিশুকে বিক্রি করলেন বাবা-মা]
The post মহারাষ্ট্র থেকে ফিরে পরিত্যক্ত গোডাউনে কোয়ারেন্টাইন যাপন! সাপের কামড়ে মৃত্যু পরিযায়ীর appeared first on Sangbad Pratidin.