shono
Advertisement

Breaking News

Hooghly

অনলাইন অর্ডার ডেলিভারি দিতে গিয়ে নাবালিকার শ্লীলতাহানি! পুলিশের জালে 'গুণধর'

এবিষয়ে সোশাল মিডিয়া মুখ খুলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিভাবকদের সতর্ক হওয়ার কথা বলেন তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 02:42 PM Dec 19, 2024Updated: 07:54 PM Dec 19, 2024

সুমন করাতি, হুগলি: অনলাইন অর্ডার ডেলিভারি দিতে গিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির শ্রীরামপুরে। ঘটনাটি জানতে পেরেই এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, হুগলির শ্রীরামপুরের মাহেশের বাসিন্দা ওই নাবালিকা। অনলাইনে একটি অর্ডার দিয়েছিল সে। বুধবার বিকেলে বাড়িতে একা ছিলেন নাবালিকা। সেই সময় এক ডেলিভারি বয় পার্সেল দিতে আসেন। অভিযোগ, নাবালিকা দরজা খুলতেই সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় ডেলিভারি বয়। নাবালিকা পিছন পিছন যেতেই ঘটে বিপত্তি। অভিযোগ, সেখানেই নাবালিকার শ্লীলতাহানি করে ওই যুবক। নির্যাতিতা চিৎকার করতেই চম্পট দেয় অভিযুক্ত। পরিবারের সদস্যরা ফিরতেই বিষয়টি জানায় সে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

বৃহস্পতিবার সকালে এবিষয়ে সোশাল মিডিয়া মুখ খুলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনার কথা উল্লেখ করে অভিভাবকদের সতর্ক হওয়ার কথা বলেন। তবে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন সাংসদ। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনলাইন অর্ডার ডেলিভারি দিতে গিয়ে নাবালিকার শ্লীলতাহানি। পুলিশের জালে অভিযুক্ত যুবক।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির শ্রীরামপুরে।
  • ঘটনাটি জানতে পেরেই এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Advertisement