shono
Advertisement

ধর্ষক জামিন পেতেই ভয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার

চিকিৎসা চলছে কিন্তু আপাতত বিপন্মুক্ত ওই নাবালিকা৷ The post ধর্ষক জামিন পেতেই ভয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:35 PM Oct 13, 2016Updated: 06:05 PM Oct 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে অভিযুক্ত এক ধর্ষক৷ সেই ভয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল এক নাবালিকা৷ মধ্যপ্রদেশের এক গ্রামে এই ঘটনা ঘটে৷

Advertisement

পুলিশ সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে ওই দলিত নাবালিকাকে গণধর্ষণ করে গ্রামের দুই দুষ্কৃতি৷ ঘটনার পর তাদের গ্রেফতার করে পুলিশ৷ মূল অভিযুক্ত এখনও জেল হেফাজতে থাকলেও সম্প্রতি আরেক অভিযুক্ত ছাড়া পেয়েছে৷ সেই খবর শুনেই ভয়ে পেয়ে যায় ওই নাবালিকা৷ পুলিশের অনুমান মেয়েটি ভেবেছিল ছাড়া পেয়েই হয়ত প্রতিশোধ নেওয়ার জন্য ফের আক্রমণ করবে তাকে৷ প্রাণহানির আশঙ্কায় নিজেই আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিল সে৷ নিজের বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল সে৷ পরিবারের সদস্যরা তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যায়৷

হাসপাতাল সূত্রের খবর, দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে তার৷ চিকিৎসা চলছে কিন্তু আপাতত বিপন্মুক্ত ওই নাবালিকা৷ এই ঘটনার পরই ফের গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত ধর্ষককে৷ পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থাও ওই নাবালিকা ও তার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷

The post ধর্ষক জামিন পেতেই ভয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement