সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫তম স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ পুণের (Pune) একটি অলঙ্কার প্রতিষ্ঠানের। স্বাধীনতার ‘অমৃত মহোৎসব’কে স্মরণীয় করে রাখতে ‘এক ভারত মিশনে’র ডাক দিয়েছে ওই প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে সাড়ে সাত হাজার ভারতীয় সেনাকে ‘সংকল্প আংটি’ (Commitment Ring) উপহার দিচ্ছে তারা।
স্বাধীনতার ‘অমৃত মহোৎসবকে স্বরণীয় করে রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে মোদি সরকার। যদিও এই পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের একান্ত নিযস্ব। পুণের ওই সোনার দোকানটি ৭ হাজার ৫০০ জন ভারতীয় সেনাকে ‘সংকল্প আংটি’ উপহার দিচ্ছে। ‘বনিসা’ নামের অলঙ্কার প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, জওয়ানদের যে আংটি দেওয়া হচ্ছে তা বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। সেটি তৈরি করা হয়েছে বহুমূল্য ধাতু ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের মাটি দিয়ে।
[আরও পড়ুন: ‘দ্রৌপদী মুর্মু ভাল, তবে নেত্রীর কথামতো ভোট দিয়েছি’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিশির অধিকারীর]
বৃহস্পতিবার খাদকির (Khadki) প্যারাপ্লেজিক রিহ্যাবিলিটেশন সেন্টারে ৮৮ জন প্রবীণ সেনাকে ‘সংকল্প আংটি’ উপহার দিয়ে শুরু হল ‘এক ভারত মিশনে’র। বনিসার কর্ণধার দুই ভাই সংকেত বিয়ানি, সন্দেশ বিয়ানি এবং তাঁদের বোন নেহা মুন্দরা জানিয়েছেন, এটি তাঁদের গত এক বছরের পরিকল্পনা। সংকেত জানান, “এক ভারত আংটি তৈরি হয়েছে সোনা, রুপো, হিরে ও ভারতের বিভিন্ন রাজ্যের মাটি দিয়ে। এটাই পৃথিবীর কোনও দেশের প্রথম ‘সংকল্প আংটি’। আমরা ৭ হাজার ৫০০ জনের বেশি সেনাকে এই আংটি উপহার দেওয়ার পরিকল্পনা করেছি। আংটিগুলিতে রুপোর অক্ষরে লেখা হয়েছে ‘ভারত’।
[আরও পড়ুন: আইফোনের দৌলতে নতুন জীবন পেলেন ইউক্রেনীয় সেনা, নেটদুনিয়ায় ভাইরাল অবিশ্বাস্য ভিডিও!]
উল্লেখ্য, গত বছর ৭৫তম ‘মন কি বাতে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশজুড়ে পালিত হওয়া ‘অমৃত মহোৎসবে’ দেশবাসীকে সামিল হওয়ারও আহ্বান জানান। আবেদন করেন, যেভাবে পারেন স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করুন, তাঁদের ইতিহাস তুলে ধরুন। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘অমৃত মহোৎসব’ চলবে ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সূচনা করেন সবরমতী আশ্রমে গান্ধীমূর্তিতে মাল্যদান করে। এবার অভিনব উপায়ে সেই উৎসবে অংশগ্রহণ করল পুণের অলঙ্কার প্রতিষ্ঠান।