shono
Advertisement

হাতে চুড়ি, পরনে মহিলাদের পোশাক, শিলিগুড়িতে নয়ানজুলি থেকে উদ্ধার নরকঙ্কাল

কীভাবে নরকঙ্কালটি নয়ানজুলিতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Posted: 06:17 PM Jan 06, 2022Updated: 06:17 PM Jan 06, 2022

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: হাতে চুড়ি। পরনে মহিলাদের পোশাক। নয়ানজুলি থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির (Siliguri) তিনবাত্তি সংলগ্ন কাশ্মীর কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এনজেপি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কীভাবে ওই নরকঙ্কালটি নয়ানজুলিতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার সকালে এলাকার এক শিশু নয়ানজুলির পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় নয়ানজুলিতে তার নজর যায়। দেখে একটি নরকঙ্কাল পড়ে রয়েছে। এরপর অভিভাবকদের সেকথা জানায় সে। মুহূর্তেই ঘটনাটি জানাজানি হয়ে যায়। এনজেপি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কঙ্কালটি উদ্ধার করা হয়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

[আরও পড়ুন: COVID-19: সংক্রমণ রুখতে আরও কড়া কোভিডবিধি জারির পথে রাজ্য, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর]

হাতে চুড়ি এবং পরনে মহিলাদের পোশাক রয়েছে। তাই অনেকেই মনে করছেন নরকঙ্কালটি কোনও মহিলার। তবে ফরেন্সিক পরীক্ষার আগে সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন আধিকারিকরা। খুনের পর দেহ লোপাটের জন্য নরকঙ্কালটি নয়ানজুলিতে ফেলা হয়েছে বলেই মনে করা হচ্ছে। কে বা কারা একাজ করল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের অনুমান, প্রায় দেড় মাস আগে মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে নয়ানজুলিতে ফেলে যাওয়া দেহের দুর্গন্ধ কেন অবাক করল না এলাকাবাসীকে, সে প্রশ্নও উঠছে। তবে স্থানীয়দের দাবি, ওই নয়ানজুলিতে পশুর মৃতদেহ অনেকেই ফেলে যান। সেক্ষেত্রে পচা গন্ধ পাওয়াটা খুব স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। তাই অনেক সময় নয়ানজুলিতে নজর দেওয়াও সম্ভব হয় না। তবে এদিন নরকঙ্কাল দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়।

[আরও পড়ুন: অমৃতসরে নামা ইটালির বিমানের ১২৫ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ, চাঞ্চল্য বিমানবন্দরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement