ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: শিক্ষকের বেধড়ক মারে জ্ঞান হারাল ছাত্র৷ অসুস্থ অবস্থাতেই দীর্ঘক্ষণ পরে রইল স্কুলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে (Bolpur)। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষককে আটকে রাখে উত্তেজিত অভিভাবকরা৷ আক্রান্ত ছাত্র বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি।
বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র স্বস্তিক মাঝি৷ ইক্ষুধারা গ্রামের বাসিন্দা সে। অন্যান্যদিনের মতোই বুধবার স্কুলে গিয়েছিল সে। অভিযোগ, স্কুলে বিশৃঙ্খলা করার অপরাধে শিক্ষক পার্থ মাহাতো স্বস্তিককে বেধড়ক মারধর করেন৷ স্কুলের অন্যান্য পড়ুয়াদের দাবি, শিক্ষকের মারধরের জেরে জ্ঞান হারায় ওই ছাত্র৷ জানা গিয়েছে, দেড় ঘণ্টা অসুস্থ অবস্থায় পড়ে থাকলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।
[আরও পড়ুন: অর্পিতার সম্পত্তির খোঁজে কলকাতাজুড়ে তল্লাশি, ইডি’র সঙ্গে বাদানুবাদ পার্থ ‘ঘনিষ্ঠে’র মায়ের]
বিষয়টা জানাজানি হতেই স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁদের তৎপরতায় ছাত্রকে ভরতি করা হয় হাসপাতালে। এদিকে স্কুলে আটকে রাখা হয় অভিযুক্ত শিক্ষককে। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ যায় হাসপাতালে। পুলিশের সামনেই চলে বিক্ষোভ। এখনও জারি উত্তেজনা।
অসুস্থ ছাত্রের বাবা সুমন্ত মাঝি বলেন, “ছেলেকে বেধড়ক মেরেছেন মাস্টারমশাই। দেড় ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে পরেছিল৷ তাও হাসপাতালে নিয়ে যায়নি৷ ভুল করলে মাস্টারমশাই মারতে পারে, তাই বলে এভাবে মারবে। জানি না ছেলেকে এরপর কীভাবে স্কুলে পাঠাবো।”