shono
Advertisement

Breaking News

অফ ডিউটিতে বিকিনি পরেই চোর ধরলেন পুলিশ

আরক্ষকের যে কোনও অফ ডিউটি হয় না সে কথাই ফের মনে করিয়ে দিলেন এই সুইডিশ মহিলা পুলিশ৷ The post অফ ডিউটিতে বিকিনি পরেই চোর ধরলেন পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Jul 30, 2016Updated: 01:26 PM Jul 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি- বলিউডি এক ছবির ক্যাচলাইন ছিল এরকমই৷ তবে শুধু সেনা বোধহয় নয়, পুলিশের ক্ষেত্রেও এ কথা সত্যি৷ আসলে আরক্ষকের ভূমিকা যাঁরা পালন করেন, তাঁরা কখনও অফ ডিউটিতে থাকেন না৷ নাটকীয় ঘটনায় সে কথাই প্রমাণ করলেন সুইডেনের মহিলা পুলিশ অফিসার মিকেলা কেলনার৷

Advertisement

প্রায় ১১ বছর ধরে পুলিশের চাকরি করছেন মিকেলা৷ কিন্তু এমন অভিজ্ঞতা কখনও হয়নি৷ কয়েকজন বন্ধুকে নিয়ে স্টকহোমের একটি পার্কে সানবাথ উপভোগ করছিলেন৷ এমন সময় এক কাগজ বিক্রেতা আসেন৷  সেই কাগজওয়ালা চলে যাবার পরেই তাঁর এক বন্ধু বুঝতে পারেন, ফোনটি খোয়া গিয়েছে৷ তক্ষুণি সেই ব্যক্তির পিছনে ধাওয়া করেন মিকেলা৷ পরনে বিকিনি ছিল বলে দ্বিধা করেন৷ কাগজ ফেরির অছিলায় ফোন চুরি করতে আসা ব্যক্তিতে ধরতে বিশেষ বেগ পেতে হয়নি৷

তাঁর এই বিকিনি পরা অবস্থায় চোর পাকড়াও করার ছবি ছড়িয়ে পড়েছে প্রায় গোটা দুনিয়ায়৷ মিকেলা জানাচ্ছেন, তাঁর এতদিনের কেরিয়ারে বিকিনি পরে চোর ধরা এই প্রথম৷ তবে এই পোশাকে অফিসিয়াল ডিউটি করতে তাঁর কি কোনও অস্বস্তি হয়নি? মিকেলার স্মার্ট জবাব, বিকিনি কেন, তিনি নগ্ন হলেও চোরকে পাকড়াও করততেন৷ আরক্ষকের যে কোনও অফ ডিউটি হয় না সে কথাই ফের মনে করিয়ে দিলেন এই সুইডিশ মহিলা পুলিশ৷

The post অফ ডিউটিতে বিকিনি পরেই চোর ধরলেন পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement