সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রোজ কত কী ঘটে যাহা তাহা…।’ কবিগুরুর লাইন ধার নিয়ে একথা তো বলাই যায়। সত্যিই তো পৃথিবীতে প্রতিদিন কত কিছুই না ঘটে যা আমাদের অবাক করে দেয়। কিন্তু খুব ভাল করে ভেবে দেখলে হয়তো ঠিকমতো তার ব্যাখ্যা দেওয়াও সম্ভব হয় না। এই যেমন ধরুন কখনও দেখেছেন কিংবা শুনেছেন যে হরিণ ফুটবল খেলছে। ভ্রূ কোঁচকাচ্ছেন? ভাবছেন হরিণ আবার ফুটবল খেলবে কীভাবে? ভাইরাল হয়ে যাওয়া ভিডিওর মাধ্যমে হরিণের কীর্তি দেখলেই সমস্ত উত্তর পেয়ে যাবেন আপনি।
২ জানুয়ারি বনদপ্তরের আধিকারিক সুশান্ত নন্দ একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা গিয়েছে ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছে একটি হরিণ। তার সামনে একটি ফুটবল। শিংয়ের মাধ্যমে ওই ফুটবলটি গোলপোস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যদিও সেই গোলপোস্টের আশেপাশে কোনও গোলকিপার ছিল না। গোল হওয়ার পরই আনন্দে রীতিমতো নেচে ওঠে হরিণটি। ভিডিওর ক্যাপশন হিসাবে তিনি লেখেন, “কোনও প্রতিকূলতা না থাকলেও লক্ষ্যপূরণ করার আনন্দই আলাদা।”
এই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সিংহভাগ নেটিজেনের টাইমলাইনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে হরিণের গোল দেওয়ার ভিডিও। ছোট ছোট সাফল্যও যে আমাদের আনন্দ দিতে পারে সেই শিক্ষাই দিয়েছে ভিডিওটি।
নেটিজেনদের একাংশের দাবি, কীভাবে ছোট ছোট জয়ও আনন্দ দিতে পারে তা ওই অবলা প্রাণী শেখাল।
[আরও পড়ুন: অন্তর্বাস পরে ঘুরছে ভেড়া! নেটদুনিয়ায় ভাইরাল ছবি]
কেউ কেউ আবার হরিণের ওই সাফল্য উদযাপনের ভঙ্গিমা দেখে হেসে খুন।
The post ফাঁকা মাঠে আপন মনে ফুটবলে মত্ত হরিণ! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.