shono
Advertisement
Kolkata

খাস কলকাতায় খুন? যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

যুবকের দেহে একাধিক ক্ষতচিহ্ন থাকায় খুনের আশঙ্কা জোরাল হচ্ছে।
Published By: Sayani SenPosted: 01:52 PM Jul 12, 2024Updated: 02:14 PM Jul 12, 2024

অর্ণব আইচ: খাস কলকাতায় যুবক খুন? কোয়েস্ট মলের পিছন দিকের বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। উদ্ধারের সময় রক্তে ভেসে যাচ্ছিল যুবকের দেহ। রয়েছে আঘাতের চিহ্নও। ওই যুবককে খুন করা হতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Advertisement

নিহত যুবকের নাম সামসের আলি। বছর আটত্রিশের ওই যুবক নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত বলেই খবর। কোয়েস্ট মলের পিছনদিকে বাস তাঁর। সেখান থেকেই শুক্রবার তাঁর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর দেহ রক্তে ভেসে যাচ্ছিল। রয়েছে একাধিক ক্ষতচিহ্নও। খবর পেয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: সোহমের চড় কাণ্ডে টেকনো সিটি থানার IC-কে শোকজ]

খুন নাকি আত্মহত্যা করেছেন ওই যুবক, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ক্ষতচিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। কে বা কারা খুন করেছে তাঁকে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তথ্যের খোঁজে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এলাকার সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: রাজ্যের বিভিন্ন হাসপাতালের আউটডোরে ‘ভূতুড়ে রোগ’! ৮ ঘণ্টায় একজন চিকিৎসক দেখছেন ৯০০ রোগী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাস কলকাতায় যুবক খুন? কোয়েস্ট মলের পিছন দিকের বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য।
  • উদ্ধারের সময় রক্তে ভেসে যাচ্ছিল যুবকের দেহ। রয়েছে আঘাতের চিহ্নও।
  • ওই যুবককে খুন করা হতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
Advertisement