shono
Advertisement
Nadia

তীব্র গরমে অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু নদিয়ার যুবকের

দিন কয়েক আগে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে সোনারপুরের এক মহিলার।
Posted: 05:13 PM Apr 29, 2024Updated: 05:57 PM Apr 29, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রচণ্ড দাবদাহে নাজেহাল আমজনতা। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগর এলাকায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মনে।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম পিন্টু মোল্লা। নদিয়ার ভালুকা গ্রাম পঞ্চায়েতের আনন্দবাস এলাকার বাসিন্দা তিনি। সোমবার ব্যক্তিগত কাজে কৃষ্ণনগর আদালতে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, প্রবল গরমের কারণে আচমকাই অসুস্থ বোধ করেন ওই যুবক। প্রাথমিকভাবে তাঁকে জল দেওয়া হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পিন্টু অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, প্রবল গরমের কারণেই এই ঘটনা।

[আরও পড়ুন: বহির্বিশ্বে মিলল প্রাণের সন্ধান! জেমস ওয়েব টেলিস্কোপের তথ্যে চাঞ্চল্য]

প্রসঙ্গত, চলতি বছরে এপ্রিলেই গরমে নাজেহাল মানুষ। সোমবার ৬৪ বছরের রেকর্ড ভেঙেছে পারদ। তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। বাড়ি থেকে বেরনো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে। বাড়ি থেকে বেরলে একাধিক নিয়ম মানার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এবছর গরমে মৃত্যু হয়েছে ২ জনের।

[আরও পড়ুন: ‘আমার মতো এত কাজ কেউ করেনি’, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই মুখ খুললেন সুজাপুরের বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রচণ্ড দাবদাহে নাজেহাল আমজনতা। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক যুবকের।
  • ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগর এলাকায়।
  • এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মনে।
Advertisement