shono
Advertisement

Breaking News

বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মার, তীব্র উত্তেজনা নারকেলডাঙায়

গ্রেপ্তার অভিযুক্তরা।
Posted: 11:27 AM Apr 19, 2022Updated: 11:27 AM Apr 19, 2022

অর্ণব আইচ: বিদ্যুৎ চুরি ও তোলাবাজিকে কেন্দ্র করে বচসা-সংঘর্ষ। সোমবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নিল নারকেলডাঙার দাঙার কসাইবস্তি এলাকা। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় এক যুবককে। পুলিশের তৎপরতায় বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। গ্রেপ্তার মূল অভিযুক্ত-সহ কয়েকজন।

Advertisement

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই নারকেলডাঙার কসাইবস্তি এলাকার বাসিন্দাদের অস্বাভাবিক বেশি বিদ্যুতের বিল আসছিল। ক্রমাগত একই ঘটনা ঘটায় সন্দেহ হয় সকলের। স্থানীয়দের ধারণা হয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে এলাকারই বাসিন্দা মহম্মদ শাহিদ । কারণ, আগে থেকেই শাহিদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ ছিল। এই বিষয়ে CESC-তে অভিযোগ জানান এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিম। এতেই সমস্যার সূত্রপাত।

[আরও পড়ুন: দিল্লিতে করোনাতঙ্কের মাঝেও নিয়ন্ত্রণে বাংলার কোভিড গ্রাফ, সুস্থ প্রায় ৯৯ শতাংশ]

অভিযোগ, এই ক্ষোভেই সোমবার রাতে ওয়াসিমের উপর চড়াও হয় শাহিদ ও তার দলবল। ওয়াসিমকে লক্ষ্য করে গুলি চালানো চেষ্টা করে। পরে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় ওয়াসিমকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ছুটে যান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারকেলডাঙা থানার পুলিশ। তাঁদের সামনেও চলে বচসা, হামলা। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। এই ঘটনায় নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার সকালে শাহিদ-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্র।

স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত শাহিদ। বিদ্যুৎ চুরি করে বিক্রি, তোলাবাজি-সহ বহু অপরাধমূলক কাজে বারবার নাম জড়িয়েছে তার। পুলিশে অভিযোগ দায়েরও হয়েছে।

[আরও পড়ুন: স্ত্রীকে মিথ্যে বলে দিঘার হোটেলে প্রেমিকার সঙ্গে রাত কাটানোর ছক, এ কী হল যুবকের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement