shono
Advertisement

স্টুডেন্ট লোনের সরকারি বিজ্ঞাপনে খরচ ৩০ লক্ষ, পেল মাত্র ৩ জন!

পাঁচ রাজ্যে নির্বাচনের আগে যোগেন্দ্রর এই তথ্য যে আপকে খানিকটা বিপাকেই ফেলল, এমনটাই মত রাজনৈতিক মহলের৷ The post স্টুডেন্ট লোনের সরকারি বিজ্ঞাপনে খরচ ৩০ লক্ষ, পেল মাত্র ৩ জন! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Jan 22, 2017Updated: 04:03 PM Jan 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডেন্ট লোনের বিজ্ঞাপনের খরচ প্রায় ৩০ লক্ষ টাকা৷ অথচ সেই লোন পেল মাত্র ৩ জন ছাত্র৷ আপ সরকারের বিরুদ্ধে এবার এই অভিযোগ তুললেন প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদব৷

Advertisement

(ই-ওয়ালেটে প্রচুর টাকা? আয়কর হানা দিল বলে!)

প্রাক্তন ওই নেতার দাবি, তথ্য জানার অধিকার আইনেই উঠে এসেছে এই সত্যি৷ দিল্লি সরকারের কাগজপত্রই এ সম্পর্কে নিশ্চয়তা দিচ্ছে৷ সেখানে জানা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট লোনের জন্য এই ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে আপ সরকারে৷ কিন্তু সেখানে রাজ্য সরকারের লোন পেয়েছে মাত্র তিনজন ছাত্র৷ বাকি যাঁরা পেয়েছেন তাঁরা সকলেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতাতেই লোন পেয়েছে৷ যোগেন্দ্রর আরও অভিযোগ, আপ সরকার নতুন ৫০০টি স্কুল করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে স্কুলের সংখ্যা বেড়েছে মাত্র ৪টি৷ আপ সরকার শিক্ষাখাতে বাজেট দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও স্বপ্ন দেখে যাবে বলে কটাক্ষ এই প্রাক্তন আপ নেতার৷

(আইএস জঙ্গি দমনে মোদির নেতৃত্বে এককাট্টা ভারত-ফ্রান্স)

যদিও যাদবের এই অভিযোগের উত্তরে মুখে কুলুপ এঁটেছে আপ সরকার৷ তবে পাঁচ রাজ্যে নির্বাচনের আগে যোগেন্দ্রর এই তথ্য যে আপকে খানিকটা বিপাকেই ফেলল, এমনটাই মত রাজনৈতিক মহলের৷

নয়া বিশ্ব রেকর্ড, একসঙ্গে জাতীয় সংগীত গাইলেন ৩.৫ লক্ষ মানুষ

The post স্টুডেন্ট লোনের সরকারি বিজ্ঞাপনে খরচ ৩০ লক্ষ, পেল মাত্র ৩ জন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement