shono
Advertisement
AAP

ভেঙে গেল ইন্ডিয়া জোট? দিল্লি বিধানসভায় 'একলা চলো' নীতি আপের

Published By: Anwesha AdhikaryPosted: 08:44 PM Jun 06, 2024Updated: 08:44 PM Jun 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে গেল ইন্ডিয়া জোট? সেই জল্পনাই উসকে গিয়েছে দিল্লির মন্ত্রী গোপাল রাইয়ের মন্তব্যে। তিনি জানিয়েছেন, দিল্লির বিধানসভা নির্বাচনে আপ একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেসের সঙ্গে জোট থাকবে না। উল্লেখ্য, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ইন্ডিয়া জোট হিসাবে লড়েছিল আপ-কংগ্রেস। দীর্ঘ টালবাহানা শেষে সেখানে জয়ী হন ইন্ডিয়া প্রার্থী।

Advertisement

সদ্যসমাপ্ত নির্বাচনে চমকপ্রদ ফল করেছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। দেশজুড়ে ২৩৪টি আসন গিয়েছে জোটের ঝুলিতে। কিন্তু একেবারেই দাগ কাটতে পারেনি আপ। দিল্লিতে চারটি আসনে লড়লেও ফিরতে হয়েছে শূন্য হাতে। পাঞ্জাবে একলা চলো নীতি নিয়ে জুটেছে তিনটি আসন। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের দল কি জাতীয় রাজনীতি থেকে প্রাসঙ্গিকতা হারাচ্ছে?

[আরও পড়ুন: দিল্লি থেকে মুম্বই উড়ে গেলেন অভিষেক, উদ্ধব ঠাকরেদের সঙ্গে বৈঠক? তুঙ্গে জল্পনা

তার পরেই আগামী দিনে একা ভোটে লড়ার কথা ঘোষণা করল আপ (AAP)। জানা গিয়েছে, বৃহস্পতিবার কেজরির বাসভবনে বৈঠকে বসেছিলেন আপের বিধায়করা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। সেই সঙ্গে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি লাগু ছিল বলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। বৃহস্পতিবার থেকে সেই বিধি প্রত্যাহার করা হয়েছে তাই শনিবার থেকে নিজের কেন্দ্রে কাজ শুরু করতে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ টালবাহানা পরে লোকসভা নির্বাচনের আসনরফা হয়েছিল আপ ও কংগ্রেসের (Congress)। নয়াদিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লিতে লড়েছিল আপ। চাঁদনি চক, উত্তরপূর্ব ও উত্তরপশ্চিম দিল্লিতে প্রার্থী হয়েছিল হাত শিবির। তবে সাতটি কেন্দ্রেই বিজেপির কাছে হেরেছে ইন্ডিয়া জোট। এছাড়াও হরিয়ানায় ৯টি লোকসভা কেন্দ্রে লড়ে কংগ্রেস। পাশাপাশি গুজরাটের ২৪টি আসনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দুই রাজ্য মিলিয়ে তিনটি আসন ছাড়া হয়েছিল আপকে। আপাতত দিল্লি বিধানসভায় একলাই লড়বে আপ। তবে এই সিদ্ধান্তের প্রভাব লোকসভায় ইন্ডিয়া জোটের উপর পড়বে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: দুই নির্দলের যোগদানে লোকসভায় সেঞ্চুরি কংগ্রেসের! শক্তিবৃদ্ধি ইন্ডিয়া জোটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশজুড়ে ২৩৪টি আসন গিয়েছে জোটের ঝুলিতে। কিন্তু একেবারেই দাগ কাটতে পারেনি আপ।
  • বৃহস্পতিবার কেজরির বাসভবনে বৈঠকে বসেছিলেন আপের বিধায়করা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে আপ।
  • এই সিদ্ধান্তের প্রভাব লোকসভায় ইন্ডিয়া জোটের উপর পড়বে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
Advertisement