বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ২৫ নয়, লোকসভা বা রাজ্যসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স ২১ বছর করার দাবি জানাল আম আদমি পার্টি। দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার(Raghav Chadha) দাবি, সংসদে যুবসমাজের প্রতিনিধিত্ব বাড়াতে ভোটে লড়ার বয়সসীমা ২১ করা হোক। কারণ স্বাধীনতার পর থেকে সংসদে যুব প্রতিনিধিত্ব কমে যাচ্ছে।
রাঘব চাড্ডা রাজ্যসভায় কনিষ্ঠতম সাংসদ। বাজেট বক্তৃতায় তিনি বলেন, “জনসংখ্যার নিরিক্ষে ভারতে এখন সবচেয়ে বেশি সংখ্যক যুবক-যুবতীর বাস। জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছর। আর ৫০ শতাংশের বয়স ২৫ বছর বা তার নিচে। দেশের প্রথম নির্বাচনে ২৬ শতাংশ সাংসদ যুব সমাজ থেকে নির্বাচিত হয়। এদের সকলের বয়স ৪০ এর নিচে ছিল। আর এবারের নির্বাচনে তা নেমে এসেছে ১২ শতাংশে। আমরা যুবদের দেশ। অথচ রাজনীতি নিয়ন্ত্রণ করছেন বৃদ্ধরা।”
[আরও পড়ুন: তাঁর বিরুদ্ধে ইডি হানার প্রস্তুতি চলছে, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর]
তাঁর দাবি, যুবদের দেশে আরও বেশি যুব সাংসদের প্রয়োজন। এরজন্য ভোটে লড়ার বয়সসীমা কমিয়ে আনার প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে তিনি বলেন, “এখনও দেশের মানুষের মধ্যে ধারনা রয়েছে রাজনীতি একটি খারাপ পেশা। তাই বাবা ও মায়েরা সন্তানদের রাজনীতিতে পাঠাতে চাননা। তাঁদের চিকিৎসক. ইঞ্জিনিয়ার বা অন্য কোনও পেশায় যেতে পরামর্শ দেন। এই ধারণা থেকে দেশকে মুক্ত করতে উদ্যোগ নিতে হবে।”
[আরও পড়ুন: অবশেষে কুকি-মেতেইদের মধ্যে শান্তিচুক্তি, স্বাভাবিক হওয়ার পথে মণিপুর!]
রাঘব চাড্ডার যুক্তি, দেশের রাজনীতিতে যুব সমাজের অংশগ্রহণ কমেছে। কারণ দেশের বাবা-মায়েরা রাজনীতিকে 'ভালো পেশা' হিসাবে দেখেন না। কোনও অভিভাবক যখন নিজের সন্তানের কথা ভাবেন, তখন তাঁদের চিকিৎসক, ইঞ্জিনিয়র, খেলোয়াড়, বিজ্ঞানী,আরও অনেক কিছু বানাতে চান। কিন্তু কখনওই চান না সন্তানকে রাজনীতিক হিসাবে দেখতে।