নন্দিতা রায়, নয়াদিল্লি: বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। বাজেট সওয়ালে তা নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দাবি করেছেন, কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নই হচ্ছে না বাংলায়। এবার তাঁর পালটা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার পরই বিরোধীরা এই বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে তোপ দেগেছেল। তালিকায় ছিল বাংলার শাসকদল তৃণমূলও। এদিকে অর্থমন্ত্রী দাবি করেছিলেন, কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে (Union Budget 2024)। বঞ্চনার দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের প্রশ্ন করেন, ২১-এর নির্বাচনের পর ১০০ দিনের প্রকল্পে বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে। মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কে অভিষেকের মন্তব্যের পালটা দিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়নি বাংলায়।" বিতর্ককে কেন্দ্র করেই এদিন লোকসভা অধিবেশন থেকে ওয়াকআউট করে তৃণমূল।
[আরও পড়ুন: নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাড়ছে মেট্রো পরিষেবা, যাত্রীদের জন্য সুখবর]
এর পর কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "কেন্দ্রের তরফে বারবার বলা হচ্ছে কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। টাকা যথাযথ কাজে লাগানো হচ্ছে না। আমি বলছি ওরা শ্বেতপত্র প্রকাশ করে দেখাক, কত টাকা দেওয়া হয়েছে যা খরচ করা হয়নি।" নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে অপমানের প্রসঙ্গও তোলেন অভিষেক। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীও বঞ্চনার কথাই বলতে চেয়েছিলেন। কিন্তু তাতে সেই কথা বলার সুযোগই দেওয়া হয়নি।" লোকসভায় নির্বাচনে বাংলায় ১২ টি আসন জিতেছে বিজেপি। অভিষেকের দাবি, এই ১২ সাংসদ কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে আর্জি করুন।