shono
Advertisement

‘রাজ্য সরকার তো চাকরি দিতে চায়’, নিয়োগ তদন্তে ‘ব্যর্থ’ সিবিআইকে বিঁধলেন অভিষেক

অভিষেকের দাবি, সিবিআই তদন্তের নিট ফল শূন্য।
Posted: 06:54 PM Oct 02, 2023Updated: 07:21 PM Oct 02, 2023

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্য সরকার চাকরি দিতে চায়। নিয়োগ আটকে রেখেছে সিবিআই! দিল্লি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিঁধে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, সিবিআই তদন্তের নিট ফল শূন্য। সারদা, রোজভ্যালি কাণ্ডে সিবিআই তো তদন্ত করছে। কিন্তু কতজন উপভোক্তা টাকা ফেরত পেয়েছেন? নিয়োগ দুর্নীতি কাণ্ডেও তদন্ত চলছে. কিন্তু কতজন নিয়োগ পেয়েছে? দিল্লিতে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে অভিষেকের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের কর্মসূচি কী হবে? সেই রণকৌশল ঠিক করতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন অভিষেক। সেখান থেকে বেরিয়ে আরও একদফা সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকেই তিনি নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দেন। বলেন, “রাজ্য সরকার তো চাকরি দিতে চায়। কিন্তু তদন্ত চলছে।” এর পরই তাঁর প্রশ্ন, “কতজন চাকরি পেয়েছে? সারদা, রোজভ্যালি কাণ্ডেও তদন্ত করছে সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় তো শ্যামল সেন কমিশন গড়ে টাকা ফেরত দিতে চেয়েছিল। কিন্তু তদন্তে কতজন টাকা ফেরত পেল?” তাঁর দাবি, সিবিআই তদন্তের ফলাফল শূন্য। উলটে এই তদন্তের মাঝে পড়ে বঞ্চিতরা সুবিচার পাচ্ছেন না। 

[আরও পড়ুন: রাজঘাটে ফোন চুরি শান্তনু ও শতাব্দীর!]

কেন্দ্রীয় বঞ্চনার বিরোধিতায় দিল্লিতে সরব হয়েছে তৃণমূল। বঞ্চনার অভিযোগের পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিক অভিযোগে শান দিয়েছে বিজেপি। এমনকী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং আবাস যোজনা, ১০০ দিনের কাজে দুর্নীতিতে সিবিআই তদন্ত দাবি করেছেন। সেই তদন্তে আপত্তি নেই জানিয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের সাফল্য় নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। অন্যদিকে চাকরির দাবিতে দিল্লিতে আন্দোলন করছেন টেট উত্তীর্ণরা। এদিন সিবিআইকে বিঁধে কি পরোক্ষে চাকরিপ্রার্থীদের বার্তা দিয়ে রাখলেন অভিষেক? উঠছে প্রশ্ন। 

[আরও পড়ুন: ‘রাজ্য সরকার তো চাকরি দিতে চায়’, নিয়োগ তদন্তে ‘ব্যর্থ’ সিবিআইকে বিঁধলেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement