shono
Advertisement

জটিল অস্ত্রোপচারের পর ভাল আছে চোখ, কালীপুজোর আগেই কলকাতায় অভিষেক

ক'দিন আগেই অভিষেকের লাল টকটকে চোখের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
Posted: 12:32 PM Oct 22, 2022Updated: 01:51 PM Oct 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে হয়েছে জটিল অস্ত্রোপচার। সেই চোখের অবস্থা আপাতত ভাল। তিনি সুস্থ। কালীপুজোর আগেই কলকাতা ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ক’দিন আগেই অভিষেকের লাল টকটকে চোখের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। চোখের চারপাশ ছিল ফোলা। মণির চারদিকে রক্ত জমাট বাঁধা। অভিষেকের বিদেশে চিকিৎসা নিয়ে সে সময় নানা কটাক্ষ করেছিল বিরোধীরা। তবে সেই ছবিতেই স্পষ্ট হয়ে ওঠে, কতটা যন্ত্রণার মধ্যে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁরা জানিয়েছেন, আপাতত ভাল আছেন তৃণমূল সাংসদ। কালীপুজোর আগেই বাড়ি ফিরতে পারবেন। তিনি এও জানিয়েছেন, আপাতত এটাই তাঁর শেষ অস্ত্রোপচার।

[আরও পড়ুন: বাংলায় আছড়ে পড়বে না সাইক্লোন সিত্রাং, তবে কালীপুজোয় ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা]

আমেরিকার হাসপাতালে গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর দু’জন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন। তার পর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন তিনি। দেখা যায়, তাঁর চোখ ভাল আছে। সেই কারণেই বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। এই খবরে স্বাভাবিক ভাবেই অভিষেকের পরিবারে খুশির আমেজ।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও একাধিক শহরের হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু সমস্যা মেটেনি। তবে এবার আমেরিকায় অস্ত্রোপচারর পর অনেকটাই সুস্থ অভিষেক। যদিও চিকিৎসকের পরামর্শ মতো বাড়ি ফিরে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাঁকে।

[আরও পড়ুন: সরতে হবে সুকান্তকে, বঙ্গ বিজেপির সভাপতিত্বে শুভেন্দু! কোন ভূমিকায় দিলীপ ঘোষ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement