অর্ণব দাস, বারাসত: দেগঙ্গা (Deganga) বইমেলায় দুর্ঘটনা। শনিবার অনুপম রায়ের (Anupam Roy) অনুষ্ঠান দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। ভিড়ের চাপে ব্য়ারিকেড ও গেট ভেঙে বড়সড় বিপত্তি। হুড়োহুড়িতে জখম বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিন স্বেচ্ছাসেবক রয়েছেন। কারও কারও মাথা ফেটে যায়। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে হতভম্ব উদ্যোক্তারাও। নিজেদের দায় স্বীকার করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এত ভিড় হবে বোঝাই যায়নি। সেইমতো ব্যবস্থাও করা হয়নি।
তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ১১ বছর পর বেড়াচাপা বীণাপানি স্কুল সংলগ্ন দেবালয় স্পোর্টিং ক্লাবের ময়দানে চলতি মাসের ২২তারিখ শুরু হয় বইমেলা (Book Fair)। এই উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় ছিল গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান। ফলে উৎসাহে এদিন দুপুর থেকেই প্রচুর মানুষ বইমেলায় যান। বিকেলের পর ভরে যায় গোটা মাঠ।
[আরও পড়ুন: ‘তু মেরা হিরো…’! বছরশেষে রাজকে বগলদাবা করে শুভশ্রীর প্রেম]
জানা গিয়েছে, বইমেলার মাঠের ধারণ ক্ষমতার থেকে অন্তত তিনগুণ বেশি মানুষ শিল্পী ওঠার আগেই ভিড় করেছিলেন। ফলে ভিড়ের চাপে হুড়োহুড়ি লেগে যায়। সন্ধে সাতটা নাগাদ আতঙ্কে মানুষ বাইরে বেরনোর চেষ্টা করলে ভিড়ের চাপে বইমেলার মূল গেটটি ভেঙে যায়। সেখানে কর্তব্যরত তিনজন স্বেচ্ছাসেবী জখম হন। শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয় বইমেলা। বড় দুর্ঘটনা কিছু হয়নি বলেই জানিয়েছে পুলিশ। ঘটনার পর সাবধানতা অবলম্বনে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।