রমনী বিশ্বাস, তেহট্ট: পুলিশের গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু। আহত গাড়িতে থাকা দুই পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার জিৎপুরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম নিরঞ্জন হালদার। পেশায় মাছ ব্যবসায়ী। অন্যন্যদিনের মতোই এদিন তেহট্ট থানার বেতাই পাম্প সংলগ্ন বাজারে ছিলেন তিনি। বিক্রি শেষে দুপুরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। জিৎপুর এলাকায় উলটো দিক থেকে আসা একটি পুলিশের গাড়ি দ্রুতগতিতে এসে প্রথমে ধাক্কা দেয় নিরঞ্জনবাবুকে। এর পর একটি গাছে ধাক্কা দেয়।
[আরও পড়ুন: স্ত্রীর ‘শ্লীলতাহানি’র প্রতিশোধ নিতে হত্যা! বিস্ফোরক দাবি তৃণমূল নেতার জামাই খুনে ধৃতের]
ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরঞ্জন হালদারের। গুরুতর জখম হন গাড়ির ভিতরে থাকা দুই পুলিশকর্মী। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয়েছে, কী থেকে এই দুর্ঘটনা, তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারানোয় এই ঘটনা।