shono
Advertisement

Breaking News

বাড়ি ফেরার পথে লরির ধাক্কা, মৃত ট্রাফিক গার্ড হেড কোয়ার্টারের কনস্টেবল

শিলিগুড়ির বাসিন্দা ওই পুলিশ কর্মী।
Posted: 11:46 AM Dec 04, 2022Updated: 11:51 AM Dec 04, 2022

অর্ণব আইচ: বাড়ি ফেরার পথে দুর্ঘটনা (Accident)। লরির ধাক্কায় মৃত্যু হল এক ট্রাফিক গার্ড হেড কোয়ার্টারের এক কনস্টেবলের। দেহটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম নেপোলিয়ন বলোয়ারি। ট্রাফিক গার্ডের হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন তিনি। শনিবার রাতে তাঁর ডিউটি শেষ হয়। এরপর বাইকে বাড়ির জন্য রওনা হন তিনি। ১০ টা বেজে ৪৫ মিনিট নাগাদ উল্টোডাঙা থানা এলাকার আর জি কর রোডে ঘটে দুর্ঘটনা। চাকা পিছলে যাওয়ায় রাস্তায় ট্রাম লাইনের উপর পড়ে যান ওই পুলিশ কনস্টেবল। সেই সময় একটি লরি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম হন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রক্তে ভেসে যাচ্ছিল রাস্তা।

[আরও পড়ুন: ‘স্বাধীনতার এত বছর পরেও বিদ্যুৎ নেই!’, হলদিয়ার ২ গ্রামে গিয়ে অবাক কুণাল]

তড়িঘড়ি তাঁকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে ওই কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক লরি ও চালককে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

[আরও পড়ুন: ‘সিবিআই-ইডি-এনআইএ’র জামিন করানোর নামে তোলাবাজি শুভেন্দুর’, বিস্ফোরক অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement